সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, 'ওরা যাকে সন্দেহ করছে তাকে ডাকছে। জেরা করছে।
এসএসসি (SSC) দুর্নীতিতে ইতিমধ্যেই সিবিআই (CBI) গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর কয়েকদিন কাটতে না কাটতেই আবারও গ্রেফতার হয় দুই মিডিল ম্যান। তাঁদের গ্রেফতারি প্রসঙ্গে সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যাঁদের সন্দেহ করছেন তাঁদেরই গ্রেফতার করছেন। এই দুর্নীতির শিকড় বহু দূর পর্যন্ত রয়েছে বলে দাবি বিজেপি নেতার।
সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘ওরা যাকে সন্দেহ করছে তাকে ডাকছে। জেরা করছে। তার মধ্যে কে যুক্ত কে যুক্ত নয় সেটা ভবিষ্যৎ বলবে। তথ্য প্রমাণ করতে গিয়ে অনেক দূর অবধি চলে যাচ্ছে শিকড়। আমাদের মনে হয় যাদের হাত দিয়ে এগুলো হয়েছে তাদেরকে টার্গেট আগে করা উচিত।’
বস্তুত, এর আগে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি। তাঁর সুরে-সুর মেলাতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। যদিও আজ এই সিবিআই তদন্ত নিয়ে অনেক সুর নরম শোনা গেল দিলীপের গলায়। তিনি বলেন, ‘কত দূর অবধি তদন্ত এগিয়েছে তা বোঝা যায়। কারণ তাদেরও একটা কাজের সীমা আছে, শক্তির সীমা আছে। তারা তাদের মত করছেন। যে মাধ্যমে গিয়ে মূল সমস্যায় পৌঁছানো যাবে। অপরাধীদের কাছে পৌঁছানো যাবে সেই কাজ শুরু করেছেন। আমাদের বক্তব্য ছিল মানুষের সুবিচার পাওয়ার জন্য ত্রাহি-ত্রাহি করছেন। তাড়াতাড়ি মানুষ সুবিচার পেতে চায়। গতি আনা চাই কাজে। ধৈর্যের একটা সীমা আছে।’
Post A Comment:
0 comments so far,add yours