একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
এদিন সকাল সাড়ে ৯টায় প্রতি মার্কিন ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ৮০ টাকা ৩ পয়সায় নেমে দাঁড়ায়, যা আগেরদিনের তুলনায় ০.২৫ শতাংশ কম।
সাময়িকভাবে স্বস্তি মিললেও, ফের পতন শুরু হল টাকার দামে। সোমবার বাজার খুলতেই ডলার প্রতি রুপির দাম ৮০ টাকায় নেমে আসে। বিশ্ব বাজারে আর্থিক মন্দার কালো ছায়ার মাঝে টাকার দামে ফের পতন হওয়ায় চিন্তিত অর্থনীতি বিশেষজ্ঞরা। এদিন সকাল সাড়ে ৯টায় প্রতি মার্কিন ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ৮০ টাকা ৩ পয়সায় নেমে দাঁড়ায়, যা আগেরদিনের তুলনায় ০.২৫ শতাংশ কম। গত সপ্তাহে বাজার খোলার সময়ে ডলার প্রতি রুপির দাম ৮০.০৭ টাকা ছিল। বাজার বন্ধের সময়ে তা সর্বনিম্ন রের্কড গড়ে ৮০.১৩ টাকায় পৌঁছয়।
Post A Comment:
0 comments so far,add yours