পুলিশ আধিকারিকদের সামনে দিয়েই কীভাবে পাচার হত, তা নিয়ে প্রশ্ন উঠছে। আজ, মঙ্গলবার ডাকা হয়েছে কোটেশ্বর রাওকে।

কয়লা পাচার মামলায় রাজ্যের ৮ আইপিএস-এর ভূমিকায় নজর। আজ দিল্লিতে কোটেশ্বর রাওকে তলব ইডি-র। মঙ্গলবার সময়ের আগেই ইডি দফতরে হাজিরা দিলেন কোটেশ্বর রাও। তারপর একে একে ডাকা হয়েছে শ্যাম সিং, রাজীব মিশ্র, সুকেশ জৈন-সহ বাকি অফিসারদের। জ্ঞানবন্তের গরহাজিরার পর বাকি অফিসাররা কী পদক্ষেপ করেন, আপাতত সেদিকেই নজর।

দুর্নীতি কাণ্ডে এবার সাঁড়াশি চাপ দিতে প্রস্তুত তদন্ততকারীরা। নেতা-মন্ত্রীদের পরে ইডির নজর পুলিশকর্তাদের উপরে। জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সুপার তথাগত বসু-সহ ৮ আইপিএস-কে দিল্লিতে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকে তলব করে ইডি। কিন্তু জ্ঞানবন্ত সিং হাজিরা দেননি।
ইডি দফতরে হাজিরা দিলেন আইপিএস কোটেশ্বর রাও

সকাল ১১ টায় দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হাজিরা দেননি তিনি। উল্লেখ্য, জ্ঞানবন্ত সিংকে দিল্লিতে তলব করা হয়েছিল। তিনি সেবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন। ইডি সূত্রে খবর, জ্ঞানবন্ত সিং এডিজি আইন শৃঙ্খলা পদে থাকা কালীন পশ্চিমাঞ্চলে পাচারের রমরমা চলছিল। কিন্তু এবার ইডি-র হাজিরা এড়িয়ে যান তিনি। বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছেন জ্ঞানবন্ত সিং।

পুলিশ আধিকারিকদের সামনে দিয়েই কীভাবে পাচার হত, তা নিয়ে প্রশ্ন উঠছে। আজ, মঙ্গলবার ডাকা হয়েছে কোটেশ্বর রাওকে। তিনি বর্তমানে রাজ্যের দুর্নীতি দমন শাখার পুলিশ সুপার পদে কর্মরত।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours