করোনা আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রবিবার বিকেলে তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে।

জাপানে বাড়ছে করোনার প্রকোপ। এর মাঝেই করোনা আক্রান্ত হলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রবিবার প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠ ব্যক্তি তাঁর কোভিড পজ়িটিভ হওয়ার খবর দেন। করোনা আক্রান্ত হওয়ার কারণে কিশিদা তাঁর টিউনিসিয়া সফর বাতিল করলেন বলেও জানানো হয়েছে।

রবিবার জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, কোভিড আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি আপাতত তাঁর সরকারি বাসভবনেই রয়েছেন বলে জানা গিয়েছে। এক সপ্তাহ ছুটি কাটিয়ে এসে তিনি সদ্য় ফিরেছেন। সোমবার থেকেই তাঁর পুনরায় কাজে ফেরার কথা ছিল। তবে তার আগেই কোভিড রিপোর্ট পজ়িটিভ এল প্রধানমন্ত্রীর। তাঁর ক্য়াবিনেটের মুখপাত্র জানিয়েছেন, শনিবারই তাঁর জ্বর ও কাশির মতো উপসর্গ দেখা গিয়েছিল। রবিবার সকালেই তাঁর পিসিআর পরীক্ষা করানো হয়। আর বিকেলেই
কিশিদার টিউনিসিয়া যাওয়ার কথা ছিল। আফ্রিকার উন্নয়ন নিয়ে টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্সে () তাঁর যোগদানের কথা ছিল। তবে করোনা আক্রান্ত হওয়ার কারণে তিনি এই কনফারেন্সে যোগ দিতে পারবেন না বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি জাপানে করোনার চোখ রাঙানি বেড়েছে। জুলাই ও অগস্টে ফের বেড়েছে করোনার প্রকোপ। ফলে বিশ্বের তৃতীয় অর্থনীতির ব্যবসায় প্রভাব পড়ছে। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমই রয়েছে বলে জানা গিয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours