ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার দলের দুই হেভিওয়েট নেতা। তার মধ্যেই নতুন হোর্ডিং তৃণমূলের। 'সিবিআই-র ভয় দেখিয়ে মমতাকে রোখা যাবে না' -- এই মর্মেই হোর্ডিং পড়ল নিউ মার্কেট চত্বরে।

ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার দলের দুই হেভিওয়েট নেতা। লাগাতার তীক্ষ্ণ আক্রমণ করছে বিরোধীরা। তার মধ্যেই নতুন হোর্ডিং তৃণমূলের। 'সিবিআই-র (CBI) ভয় দেখিয়ে মমতাকে (mamata banerjee) রোখা যাবে না' -- এই মর্মেই হোর্ডিং পড়ল নিউ মার্কেট চত্বরে (new market area)। সঙ্গে INTTUC লোগো জ্বলজ্বল করছে।

তৃণমূলের 'বার্তা'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি নতুন হোর্ডিংয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখ রয়েছে। দেখা যাচ্ছে রাজ্যসভার সাংসদ দোলা সেন, INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ছবিও। মদন মিত্রর ছবিও রয়েছে ওই হোর্ডিংয়ে। কিন্তু অদ্ভুতভাবে দোলা সেন ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। তা হলে হঠাৎ এমন ছবি কেন মহানগরের প্রাণকেন্দ্রে? এ ব্যাপারে দলের আর এক বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বললেন, 'সারা বাংলায় আগেই দুদিনের কর্মসূচি নিয়েছিলাম। তাতে দাবি করা হয়েছিল, ইডি-সিবিআইকে নিরপেক্ষ হতে হবে। আমাদের কাউন্সিলার এই হোর্ডিং স্বতঃস্ফূর্ত ভাবেই দিয়েছেন। আর এটাই তো আমাদের দলের কথা।' হোর্ডিংয়ের নিচে কাউন্সিলারের ছবিও স্পষ্ট।

পাল্টা বিজেপির...
বিষয়টি নিয়ে কটাক্ষ এসেছে বিজেপির তরফ থেকে। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'এই সব কথাই গায়ের জোরে বলছে। নানা ভাবে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তাঁরা যদি কিছু না-ই করে থাকেন, তা হলে সিবিআই-ইডি দিয়ে ভয় দেখানোর প্রশ্ন আসছে কেন?' প্রথমে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার পর গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি ও সিবিআই। তীক্ষ্ণ সমালোচনার মুখে বেশ কিছুটা অস্বস্তিতে শাসকদল। যদিও অনুব্রতর গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে নামে তারা। শাসকদলের একের পর এক নেতার মুখে শোনা যায় হুঁশিয়ারির সুর। তা নিয়ে আবার নতুন বিতর্কও বাধে।
সেই রেশ মিটতে না মিটতেই এবার হোর্ডিং নিউ মার্কেট চত্বরে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। অন্য দিকে তৃণমূলের যুক্তি, স্থানীয় কাউন্সিলার হোর্ডিংটি স্বতঃস্ফূর্ত ভাবে দিলেও সেটি দলের অবস্থানের কথাই বলছে। কিন্তু হোর্ডিংয়ে যাঁদের মুখ রয়েছে, তাঁদের অনেকে কেন বিষয়টি জানেন না? প্রশ্ন উঠছে

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours