আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে দুপুর ২ টো থেকে শুরু হবে শোভাযাত্রা।


কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আর সেই প্রাপ্তিকে উদযাপন করতে এই বছর কলকাতায় একমাস আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে দুর্গোৎসব। আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে দুপুর ২ টো থেকে শুরু হবে শোভাযাত্রা। সেই কারণে ওই দিন যাতে অফিসকর্মীরা দুপুর একটার মধ্যে ছুটি পেতে পারেন, সোমবার ভার্চুয়াল সভা থেকে সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্কুলগুলিও যাতে ওইদিন ১২ টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।


সোমবার ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মিছিলে আমরা জমায়েত হব দুটোয়। দুটোয় জমায়েত হতে গেলে একটা থেকে আপনাদের বেরোতে হবে। ক্লাব থেকে যাঁরা আসবেন, একটু খাবার দিয়ে দেবেন। যেহেতু ১ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হচ্ছে, এটি (দুর্গাপুজোকে) গৌরবান্বিত করার জন্য, যাঁরা অফিসে কাজ করেন, তাঁদের একটু বলে দেওয়া, যাতে তাঁরা একটার মধ্যে ছুটি পেতে পারেন। তাহলে, তাঁরা মিছিলটায় সামিল হতে পারেন।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “পাশাপাশি অন্যান্য যাঁরা আছেন, স্কুলগুলিও আছে। ওই ভিড়ের পর তাঁরা স্কুলে যেতে পারবেন না। তাঁরা দশটা-এগারোটা-বারোটার মধ্যে স্কুলটা সমাপ্ত করে দিলে হয়ে গেল।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এতে সাক্ষী থাকার জন্য স্কুলগুলির একাদশ ও দ্বাদশ শ্রেণির দশ হাজার ছাত্র-ছাত্রীকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। তারাও যাতে ভবিষ্যতের জন্য সাক্ষী থাকতে পারে। আমরা তো একদিন হারিয়ে যাব। কিন্তু তারা তো থাকবে। তাদের এই পরম্পরা মাথায় রাখতে হবে। তারা আপনাদের দেখে শিখবে।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours