দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ২২ জুলাই মুক্তি পায় রণবীর কপূরের ছবি 'শামশেরা'। চার বছরের বিরতির পর পর্দায় ফিরলেন অভিনেতা। স্বাভাবিকভাবেই রণবীর কপূরের অনুরাগীরা এই ছবি নিয়ে আশাবাদী।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt) অভিনীত 'শামশেরা' (Shamshera)। এবার সেই ছবি মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। কবে কোথায় দেখা যাবে রইল সমস্ত তথ্য।
ওটিটিতে 'শামশেরা'
আজ শুক্রবার, ১৯ অগাস্ট জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেয়েছে রণবীর কপূর অভিনীত 'শামশেরা'। 'যশ রাজ ফিল্ম'-এর চতুর্থ ছবি এটি যা অ্যামাজন প্রাইমে মুক্তি পেল। এর আগে জয়েশভাই জোরদার, সম্রাট পৃথ্বীরাজ, বান্টি অউর বাবলি ২ প্রিমিয়ার হয়েছিল এই প্ল্যাটফর্মে। অ্যাকশন ঘরানার ছবি 'শামশেরা'-এ দ্বৈত চরিত্রে দেখা গেছে রণবীর কপূরকে। বল্লি ও তাঁর বাবা শামশেরার চরিত্রে দেখা গেছে তাঁকে।
ছবির গল্প মূলত কাল্পনিক এক শহর কাজাকে কেন্দ্র করে তৈরি। যেখানের বাসিন্দারা যোদ্ধা। সেই যোদ্ধা জাতিকে শুদ্ধ সিংহ অত্যাচার করে, দাস বানিয়ে বন্দি অবস্থায় রেখেছে। এই বন্দি জাতির হয়ে প্রতিনিধিত্ব করে অত্যাচারের হাত থেকে তাঁদের বাঁচানোর নিরন্তর চেষ্টা করে চলে শামশেরা। তাঁদের হৃত গৌরব ও স্বাধীনতা ফেরানোর চেষ্টা করে। 'লার্জার দ্যান লাইফ' এই ছবি গোটা পৃথিবীর দেখার জন্য চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্মে। তামিল, তেলুগু ও হিন্দিতে দেখা যাবে এই ছবি।
প্রতীক্ষার পর অবশেষে গত ২২ জুলাই মুক্তি পেয়েছে রণবীর কপূরের ছবি 'শামশেরা'। চার বছরের বিরতির পর পর্দায় ফিরলেন অভিনেতা। স্বাভাবিকভাবেই রণবীর কপূরের অনুরাগীরা এই ছবিকে নিয়ে আশাবাদী ছিলেন। 'শামশেরা' মুক্তি পাওয়ার আগে বিভিন্ন মাধ্যমে চলছিল প্রচার। তাতে কোথাও খামতি রাখতে চাননি নির্মাতারা। চার বছর পর পর্দায় ফেরার উচ্ছ্বাস ধরা পড়ছিল রণবীরের চোখেও। কিন্তু এত প্রচার, প্রত্যাশার ফল কি দেখা গিয়েছিল বক্স অফিস কালেকশনে (Shamshera Box Office Collection)? প্রথমদিন কত টাকার ব্যবসা করে এই ছবি?
প্রত্যাশা মতো প্রথমদিন ব্যবসা করতে পারেনি এই ছবি। মুক্তির দিন এই ছবি ব্যবসা করে ১০.২৫ কোটি টাকার। তবে তরণ আদর্শ একটি পোস্ট করেন। যার মাধ্যমে জানা যায়, ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথমদিন সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে 'শামশেরা'। সেই তালিকার শীর্ষে রয়েছে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু'। এরপর যথাক্রমে 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে 'শামশেরা'।
Post A Comment:
0 comments so far,add yours