আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
২২ তারিখ প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ ভারতীয় নৌসেনা।
১৬ তারিখ থেকে শুরু ডুরান্ড কাপ (Durand Cup 2022)। প্রথম ম্যাচেই মুখোমুখি মহমেডান স্পোর্টিং আর এফসি গোয়া। বেশিরভাগ দলই তাঁদের ফুটবলারদের তালিকা জমা দিয়েছে ডুরান্ড কমিটিকে। নূন্যতম ১৮ জন ফুটবলারের তালিকা জমা দিতে হবে। ইস্টবেঙ্গলের দলগঠন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। বিদেশি নির্বাচনও বাকি আছে। ২০ তারিখ ডুরান্ডে যাত্রা শুরু করছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। ২২ তারিখ প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের (Eastbengal)। প্রতিপক্ষ ভারতীয় নৌসেনা। এখনও পর্যন্ত ১৫ জন ফুটবলারকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। শুভাশিস রায়চৌধুরীকে এখনও সই করায়নি ইমামি ইস্টবেঙ্গল (Emami Eastbengal)।
১৪ তারিখ, রবিবার ডুরান্ডে ফুটবলার রেজিস্ট্রেশনের শেষ দিন। ইস্টবেঙ্গল বাদে বাকি প্রায় সব দলই পুরো স্কোয়াডের নাম রেজিস্ট্রার করিয়েছে ডুরান্ড কাপে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৮ জনের নাম ডুরান্ড কমিটির কাছে জমা দিতে পারেনি ইস্টবেঙ্গল। যে কয়েকজনকে সই করিয়েছে, তাঁদেরই নাম টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে। হাতে আর ৪৮ ঘণ্টা। তার মধ্যেই বাকি ফুটবলারদের নাম জমা দিতে হবে। বিদেশি বাছাই এখনও চূড়ান্ত হয়নি। বাকি সমস্ত দল যেখানে পেশাদার মনোভাব নিয়ে এগোচ্ছে ডুরান্ডে, ইমামি ইস্টবেঙ্গল সেখানে অনেকটাই পিছিয়ে।
জামশেদপুর এফসিতে খেলা অ্যালেক্স লিমা ইস্টবেঙ্গলের পথে। ২ বছরের চুক্তিতে লাল-হলুদে সই করতে চলেছেন তিনি। যদিও সরকারি ঘোষণা এখনও বাকি আছে।
Post A Comment:
0 comments so far,add yours