একটা লম্বা লড়াই-- যে লড়াইয়ের শুরু হয়েছিল প্রায় ১০ দিন আগে। দিল্লির এইমসে এরপর একের পর এক বিনিদ্র রজনী কাটিয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব পরিজনেরা।
একটা লম্বা লড়াই– যে লড়াইয়ের শুরু হয়েছিল প্রায় ১০ দিন আগে। দিল্লির এইমসে এরপর একের পর এক বিনিদ্র রজনী কাটিয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব পরিজনেরা। মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন রাজু। এখনও করছেন। বুধবার যখন তাঁর মস্তিষ্ক প্রায় অসাড় হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল শুক্রবার রাতে সংবাদ সংস্থা এএনআইকে তাঁর ভাই দীপু শ্রীবাস্তব কিছুটা হলেও আশার খবর শোনালেন। ভক্তদের এত প্রার্থনা যে বিফলে যাচ্ছে না সেই প্রসঙ্গই তুলে এনে দীপু জানিয়েছেন এখনও ভেন্টিলেশনে থাকলেও কৌতুকশিল্পী আপাতত স্থিতিশীল। একই সঙ্গে তাঁর দাদাকে যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা দেওয়া হচ্ছে সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি।
অন্যদিকে রাজুর অবস্থা নিয়ে মুখ খুলেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা শেখর সুমনও। তিনি বলেন, “যে অবস্থার মধ্যে ছিল তা থেকে একটু হলেও ভাল আছে রাজু। শ্রেষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখছেন তাঁকে। আমার মনে হয় রাজুর নিজের বাঁচার ইচ্ছে ও আমাদের সম্মিলিত প্রার্থনা ভগবান অবশেষে শুনেছেন। হর হর মহাদেব।” এর আগে খবর এসেছিল রাজুর রক্তচাপ অস্বাভাবিক হারে কমে গিয়েছে। শোনা যাচ্ছিল, তিনি নাকি চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না। চিকিৎসকেরাও হাল ছেড়ে দিয়েছেন– রটেছিল তাও। এ নিয়ে ‘টাইমস অব ইণ্ডিয়া’র কাছে মুখ খুলেছিলেন রাজুর স্ত্রী শিখা শ্রীবাস্তব। তিনি বলেন, “রাজুর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা দিন-রাত এক করে কাজ করছেন। আমার স্বামী একজন যোদ্ধা, আমি নিশ্চিত ও এই যুদ্ধ শেষে ফিরে আসবেই। আবারও আপনাদের সবাইকে ও বিনোদন দেবে মিলিয়ে নেবেন। আপনাদের সকলের কাছে এ আমার প্রতিজ্ঞা। এত লোকের এত প্রার্থনা কোনও ভাবেই বৃথা যেতে পারে না।” তিনি যোগ করেন, “আমি হাত জোড় করে সবাইকে বলছি দয়া করে ওঁকে নিয়ে মিথ্যে রটাবেন না। কারণ এই সব মিথ্যে খবর রটলে পরিবার-চিকিৎসক সবার মনোবল খুব কমে যায়। আমরা চাই না এই মুহূর্তে কোনও ধরনের নেতিবাচক বিষয় ওঁকে ঘিরে রাখুক।”
কমেডি দুনিয়ায় পরিচিত নাম রাজু। তাঁর ভক্তসংখ্যাও অগুণতি। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। সেই রাজুই এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন পাঞ্জা। তিনি ফিরে আসুন– এমনটাই চাইছে গোটা দেশ।
Post A Comment:
0 comments so far,add yours