গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবারই। রাতেই নিয়ে আসা হয়েছে কলকাতায় (Kolkata)। এবার শুক্রবার সিবিআইয়ের (CBI) জেরার মুখোমুখি হবেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। গরুপাচার মামলায় বীরভূমের (Birbhum) তৃণমূলের জেলা সভাপতিকে জেরা করার আগে স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।
কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা:
মেডিক্যাল টেস্ট (Medical Test) বা স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরের কমান্ড হাসপাতালে। ইতিমধ্যেই সেখানে কনভয় করে পৌঁছনো হয়েছে অনুব্রতকে। গতকালই আসানসোলে আদালত জানিয়েছিল, অনুব্রতের চিকিৎসা করবে কমান্ড হাসপাতাল।
মেডিক্যাল বোর্ড:
অনুব্রত মন্ডলের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। ওই মেডিক্যাল বোর্ডে রয়েছেন মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডে রয়েছেন সার্জন বা শল্যচিকিৎসা বিশেষজ্ঞও।
কী কী পরীক্ষা চলছে:
- সূত্রের খবর, এমারজেন্সির ভিতরে চলছে নানা পরীক্ষা।
- কী কী শারীরিক সমস্যা ছিল তা খোঁজ নেওয়া হচ্ছে।
- কী কী ওষুধ খেতেন, তা জানা হচ্ছে।
- সম্প্রতি কী কী পরীক্ষা করা হয়েছিল, তার খোঁজ নেওয়া হচ্ছে।
- এখন শারীরিক পরিস্থিতি কী রকম রয়েছে, তা জানছেন চিকিৎসকরা।
- নানা পরীক্ষা নতুন করেও করা হচ্ছে বলে সূত্রের খবর।
CBI কী কী জানতে চাইতে পারে
সিবিআই আধিকারিকরা জানতে চাইতে পারেন,
- অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন?
- সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল ? কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল?
- গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কী জানেন?
- মূলত সায়গলের সঙ্গে এনামুল বা লতিফের ফোনে কথোপকথনের থেকে যে সব সূত্র মিলেছে, তা নিয়েই জেরা করা হবে অনুব্রতকে।
তৃণমূলের মিছিল, অনুপমের কটাক্ষ:
অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে না পারলেও সিবিআই-ইডির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। সারা রাজ্যে বিভিন্ন জেলায় ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় মিছিল করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। ফেসবুকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক লিখেছেন, 'আমরা সবাই কম বেশি চুরি করব, কিন্তু কাউকে ধরা যাবে না!!! টিএমসি হল ‘থিভস ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ অর্থাত্ চোর তৈরির কোম্পানি।' কটাক্ষ অনুপম হাজরার।
Post A Comment:
0 comments so far,add yours