সম্প্রতি এক পড়ুয়া ইংরেজিতে আমব্রেলা বানান না বলতে পারায় ট্রোল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (social media)। শোরগোল পড়ে গিয়েছিল বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে। কিন্তু এবার পুরুলিয়াতে (Purulia) দেখা গেল তেমনই এক চিত্র। প্রাথমিক বিদ্যালয়ের (school) মূল গেটে লেখা প্রাথমিক বানানই ভুল, ভুল গ্রামীণ বানানও। চারদিকে ভুলে ভরা স্কুল। যা প্রকাশ্যে আসতেই ফের শোরগোল পড়েছে শহর পুরুলিয়ায়। 

জানা যায়, বিদ্যালয়ের প্রাথমিক বানান হয়ে গিয়েছে ‘প্রার্থমিক’। গ্রামীণ বানান হয়ে গিয়েছে ‘গ্রামিন’। পুরুলিয়ার ১ নম্বর গ্রামীণ চক্রের রুদড়া প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের নামের ভুলে ভরা বানান নজরে আসতেই শিক্ষা ব্যবস্থা নিয়ে ফের উঠেছে প্রশ্ন। দীর্ঘ কয়েক বছর ধরে ভুলে ভরা এই বানান নজরে পড়েনি শিক্ষক, শিক্ষিকা থেকে গ্রামবাসী কারোরই। সাংবাদিকরা সেই বানান আঙুল দিয়ে দেখিয়ে দিতেই ভুল স্বীকার করলেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা। 


স্কুলের গেটে প্রাথমিক বানানই ভুল, এখন প্রশ্ন উঠছে, এতদিন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কেন নজরে এল না এই ভুল বানান। শুধু তাই নয়, বিদ্যালয়ে চার দেওয়ালের ভেতরে প্রবেশ করলেই দেখা যাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস। শিক্ষকদের অভিযোগ, স্কুল বন্ধ থাকাকালীন বিদ্যালয়ে বসে মদের ঠেক। আর এরপরই প্রশ্ন উঠছে বিদ্যালয়ের নজরদারি নিয়েও। 

পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পঠনপাঠনের হাল। কবে ঠিক হবে শিক্ষার হাল, সেদিকেই তাকিয়ে সকলেই।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours