জয়ের মঞ্চ গড়ে দেয় আফগানিস্তানের স্পিন জুটি। মুজিব উর রহমান এবং রশিদ খানের দাপটে ৮৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশ। আরও একটা বিধ্বংসী পারফরম্যান্স আফগানিস্তানের। এ বারের এশিয়া কাপে (Asia Cup 2022) প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল আফগানিস্তান। বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ছিল পেসারদের দাপট। এ দিন বাংলাদেশের বিরুদ্ধে জয়ের মঞ্চ গড়ে দেয় আফগানিস্তানের স্পিন জুটি। মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman) এবং রশিদ খানের (Rashid Khan) দাপটে ৮৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ অবধি ১২৭ অবধি পৌঁছায় বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান।



ম্যাচের আগে বাংলাদেশের অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ জানিয়েছিলেন, স্পিন সহায়ক পিচ পেলে দু’দলের লড়াই ভালো হবে। তবে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে এমনটা হয়তো আন্দাজ করেননি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারেই ধাক্কা। মহম্মদ নঈমকে বোল্ড করেন মুজিব। ডট বলের চাপে ছন্নছাড়া বাংলাদেশ। চতুর্থ ওভারে আনামুল হককে ফেরান মুজিবই। পাওয়ার প্লে-তে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসানও। মাত্র ২৪ রানে ৩ উইকেট পড়ে বাংলাদেশের। তিনটিই মুজিবের শিকার। এরপর পর রশিদ খানের ম্যাজিক শুরু। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, আফিফ হোসেনকে ফেরান রশিদ। শেষ দিকে তিনটি ছোট জুটি হওয়ায় কিছুটা ভদ্রস্থ স্কোর গড়ে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ৩১ বলে ৪৮ রান করেন। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ অবধি পৌঁছায় বাংলাদেশ। মুজিব উর রহমান এবং রশিদ খান তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ১২৭-৭ (মোসাদ্দেক হোসেন অপরাজিত ৪৮, মুজিব উর রহমান ৩-১৬, রশিদ খান ৩-২২)। আফগানিস্তান ১৩১-৩ (নাজিবুল্লাহ জাদরান ৪৩ অপরাজিত ৪৩, ইব্রাহিম জাদরান অপরাজিত ৪২)।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours