ফের দুর্ঘটনার (accident) কবলে শুভেন্দুর কনভয়ের (convoy) গাড়ি। সোমবার পূর্ব মেদিনীপুরের বেতালিয়া থানার মারিশদা এলাকায় শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ১১৬ বি জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে বিরোধী দলনেতার কনভয়ের গাড়ির। প্লাস্টিক বোঝাই ট্রাকটি হলদিয়া থেকে ভুবনেশ্বর যাচ্ছিল। তবে শুভেন্দু অধিকারী যে গাড়িটিতে ছিলেন, সেটি কনভয়ের মাঝের দিকে ছিল। তাই বড় কোনও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ২০ নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের গাড়িটি। শুভেন্দু অধিকারী কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কনভয়ের গতি ছিল বেপরোয়া। এর আগেও তিনবার দুর্ঘটনার কবলে পড়েছিল বিরোধী দলনেতার কনভয়ের গাড়ি বলে দাবি স্থানীয়দের। এর ফলে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষ দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে মারিশদা থানার পুলিসের (police) বিশাল বাহিনী এসে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।

গাড়িটিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে গাড়িটির চাকা ভেঙে যায়। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। জখম হন চালকও। 

উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই এই মারিশদাতেই দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। সোমবারের দুর্ঘটনাস্থল ওই এলাকা থেকে সামান্য দূরে। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্তে মারিশদা থানার পুলিস। পুলিস জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাঁকে এখনই আটক বা গ্রেফতার করা হচ্ছে না। জিজ্ঞাসাবাদের পর কোনও অসঙ্গতি পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours