নিম্নচাপের(depression) জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি(rain) হয়েছে। সোমবার সকাল থেকে রোদের দেখাও মিলেছে। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, সঙ্গে আর্দ্রতাজনিত(humidity) অস্বস্তি। সারা দিনই এই পরিস্থিতি চলবে। তবে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা এখন দিঘার উপর দিয়ে যাচ্ছে । এর জন্য দক্ষিণবঙ্গের(south bengal) জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, এবং হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামিকালও। ২৫ আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।
উত্তরবঙ্গে ২৭ আগস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তার আগে ২৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে । ২৫ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হলকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতর সূত্রে খবর,নিম্নচাপ ইতিমধ্যে মধ্যপ্রদেশে প্রবেশ করেছে। তার প্রভাব এই রাজ্যে নেই বলে জানিয়েছে হাওয়া অফিস । যেহেতু মৌসুমী অক্ষরেখা দিঘার উপর দিয়ে গেছে তাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours