তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, 'আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন সুকান্ত মজুমদার। সেজন্য প্রলাপ বকছেন।'
বর্ধমানের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। প্রকাশ্য সভা থেকে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘একটা মার দিতে এলে তৃণমূল নেতা-কর্মীদের দশটা মার খেয়ে ফিরতে হবে। ভাল করে ওষুধ দিয়ে দেবেন। দল আপনাদের পাশে থাকবে।'
পাশাপাশি সুকান্ত মজুমদারের হুঙ্কার, 'মুখ্যমন্ত্রী চুরির সঙ্গে জড়িত আছেন যদি প্রমাণ মেলে ওঁকেও জেলে যেতে হবে। কেউ বাঁচাতে পারবে না।' বিজেপি রাজ্য সভাপতিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, 'আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন সুকান্ত মজুমদার। সেজন্য প্রলাপ বকছেন।'
বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, 'সিবিআই আমাকে ডাকলে আপনারা রাস্তায় নামবেন তো বলছেন মুখ্যমন্ত্রী। উনি ভয় পাচ্ছেন।' চুরির সঙ্গে মুখ্যমন্ত্রী জড়িত থাকলে তাঁকেও জেলে যেতে হবে বলে হুঙ্কার দিয়ে বিজেপি রাজ্য সভাপতির কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা, 'একবছর সহ্য করেছি, এবার একটা মার দিতে এলে তৃণমূল নেতা-কর্মীদের দশটা মার খেয়ে ফেরত যেতে হবে। আপনাদের ওপর যদি হামলা হয় তাহলে ভাল করে উপযুক্ত ওষুধ দিয়ে পাঠাবেন। দল আপনাদের পাশে দাঁড়াবে।'
কিছুদিন আগেই সুকান্ত বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে 'ঝান্ডার সঙ্গে ডাণ্ডা', রাখার পরামর্শ দেন ! আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে। সেই মিছিল বাধাপ্রাপ্ত হতে পারে, ছড়াতে পারে উত্তেজনা, এমন আশঙ্কা করছেন বিজেপি নেতা। 'ঝান্ডার সঙ্গে ডাণ্ডা', মানে তো হিংসা ? প্রশ্ন করা হলে সুকান্তর জবাব, আক্রান্ত হলে প্রতিরোধের অধিকার রয়েছে ! হিংসায় মদতের অভিযোগ প্রসঙ্গে ব্যাখ্যা দিলেন সুকান্ত মজুমদার।
পাশাপাশি বাংলায় গণতন্ত্র নেই, এই অভিযোগ তুলে দিনকয়েক আগেই রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপি। এদিন রাজভবনে যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির প্রতিনিধিদল। দুর্নীতি ইস্যুকে সামনে রেখে বিজেপি নেতা, কর্মীদের ওপর হামলা হচ্ছে বলেও রাজ্যপাল লা গণেশনের কাছে অভিযোগ জানান তাঁরা।
মঙ্গলবার রাজ্য জুড়়ে খেলা হবে দিবস পালন করেছে তৃণমূল। এই বিষয়ে সুকান্তর চ্যালেঞ্জ, 'পুলিশকে সরিয়ে পরিস্থিতি সমান করে দিন, বিজেপি ঠিক খেলবে।' বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, গণতান্ত্রিকভাবে লড়তে না পেরে তৃণমূল হিংসার আশ্রয় নিচ্ছে।
Post A Comment:
0 comments so far,add yours