মহিলাদের তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও, বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। সময় এসেছে সতর্ক হওয়ার। 

পুরুষদের স্তন ক্যান্সার ! অনেকে হয়ত জানেনই না, পুরুষের স্তনেও কর্কটরোগ হতে পারে। না, এটা শুধুমাত্র মহিলাদের রোগ নয়, পুরুষদের স্তন ক্যান্সার একটি বিরল অসুখ যা পুরুষদের স্তনের টিস্যুতে তৈরি হয়।মহিলাদের তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও, বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। সময় এসেছে সতর্ক হওয়ার। 

পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সারের ঘটনা বাড়ছে
স্তন ক্যান্সার বলতেই অনেকে মনে করেন, এটি এক্কেবারে মেয়েদের সমস্যা। এটা ঠিকই স্তন ক্যান্সারে মহিলারাই আক্রান্ত হন বেশি। কিন্তু বর্তমান পরিসংখ্যান বলছে, পুরুষদের মধ্যেও এই ক্যান্সারের ঘটনা বাড়ছে। বিভিন্ন কারণে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি প্রাণঘাতী ! 

চিকিৎসকের কাছে আসতে দেরি হয়ে যায়
পরিসংখ্যান বলছে, বেশিরভাগ আক্রান্তই প্রাথমিক স্তরে লক্ষণগুলি বুঝতে পারেন না। তাই চিকিৎসকের কাছে আসতে দেরি হয়ে যায়, তাই বিষয়টি বিপজ্জনক জায়গায় পৌঁছে যায়। দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক পুরুষের মধ্যো এমন সমস্যায় আক্রান্ত হওয়ার ভয় থাকে। অবশ্য  যে কোনও বয়সেই ব্রেস্ট ক্যান্সার আক্রমণ করতে পারে ছেলেদের।

এই বিষয়ে বিস্তারিত জানালেন অঙ্কোলজিস্ট ও টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. সৌরভ ঘোষ। 

পুরুষ স্তন ক্যান্সারের উপসর্গগুলি কী কী

• স্তনের উপর থেকে লাম্প বা ফোলা ভাব দেখা যেতে পারে।

• স্পর্শ করলে লাম্পের অস্তিস্ব বোঝা যেতে পারে। 

• মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলির সঙ্গে পুরুষদের উপসর্গ খুব আলাদা নয়। যেমন ব্রেস্ট-এর ত্বকের রঙে  লক্ষণীয় পরিবর্তন আসতে পারে।

•  কোনও কোনও সময় ত্বকের উপর তল বা টেক্সচার কমলালেবুর খোসার মতো মনে হতে পারে। 

• স্তনবৃন্তে পরিবর্তন আসতে পারে। স্তনবৃন্তের রঙে পরিবর্তন আসে। 

• স্তনবৃন্ত থেকে তরল বের হতে পারে। কখনও আবার রক্তপাতও ঘটতে পারে। 

• লিভার সিরোসিস থাকলে তা পুরুষ হরমোন হ্রাস করে এবং মহিলা হরমোনের মাত্রা বৃদ্ধি করে। যা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। 

• অতিরিক্ত ওজনের সঙ্গে সম্পর্ক রয়েছে দেহের ইস্ট্রোজেনের মাত্রার। এই হরমোন বেশি হয়ে গেলে , তা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

কীভাবে ধরা পড়বে 

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে নিয়মিত ব্রেস্ট স্ক্রিনিং করাতে হবে মহিলাদের মতোই। তাতে স্তন ক্যানসারের সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। আর যাঁদের পরিবারের স্তন ক্যান্সারের ইতিহাস আছে, তাদের তো করাতেই হবে। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ম্যামোগ্রাম, ইউএসজি, নিপল ডিসচার্জের পরীক্ষা এবং বায়োপ্সির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা হয়।

পুরুষদের স্তন ক্যান্সার কেন হয়

প্রত্যেকেই অল্প পরিমাণে ব্রেস্ট-টিস্যু নিয়ে জন্মগ্রহণ করে। স্তনের টিস্যুতে দুধ উৎপাদনকারী গ্রন্থি (লোবিউল), স্তনবৃন্তে দুধ বহনকারী নালী এবং চর্বি থাকে। বয়ঃসন্ধির সময়, মহিলাদের আরও স্তনের টিস্যু তৈরি হয় এবং পুরুষদের হয় না। কিন্তু যেহেতু পুরুষরা অল্প পরিমাণে স্তন টিস্যু নিয়ে জন্মায়, তাই তাদেরও স্তন ক্যান্সার হতে পারে।

ঝুঁকির কখন ? 
    পুরুষ স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে, যখন - 

- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। পুরুষ স্তন ক্যান্সার ৬০-এর পরে হয়ে থাকে সাধারণত। 

- ইস্ট্রোজেন-ধরনের ওষুধ গ্রহণ করলে এর ঝুঁকি বাড়ে।  যেমন প্রস্টেট ক্যান্সারে হরমোন থেরাপির জন্য ব্যবহৃত হয় এই ওষুধ, যা পুরুষদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় । 

- স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস থাকলে সতর্ক হতে হবে। আপনার  পরিবারের কারও আগে এই রোগ হয়ে থাকলে, আপনার তা হওয়ার সম্ভাবনা বেশি।

 চিকিৎসা
প্রাথমিক পর্যায়ে পুরুষদের স্তন ক্যান্সার নির্ণয় হলে নিরাময় হতে পারে দ্রুত। ক্যান্সার কতদূর ছড়িয়েছে, তার উপর ভিত্তি করে হয় চিকিৎসা। রেডিয়েশন থেরাপি, ম্যাস্টেকটমি ,  কেমোথেরাপি, হরমোনাল থেরাপি, টার্গেটেড সেল থেরাপির মতো অনেক চিকিৎসা রয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours