জিমে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক তরুণীর। জানা গিয়েছে, নিরঞ্জনপল্লির বাসিন্দা মৃত তরুণীর নাম ঋত্বিকা দাস। মৃত্যুর আগে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বাঁশদ্রোণীর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। এই ঘটনা প্রসঙ্গে মৃতার এক বান্ধবী বলেন, 'সাড়ে ৪টা নাগাদ আমার সঙ্গেই ছিল। তাহলে কীভাবে এই ঘটনা ঘটল। চিকিৎসকরা বলেছে ময়না তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।' যদিও তাঁর সঙ্গে সেই সময় জিমে থাকা এক ব্যক্তি বলেছেন, 'জিম করতে গিয়ে বুকে ব্যথা অনুভব করে ঋত্বিকা। তারপরেই অজ্ঞান হয়ে যান।'

স্থানীয় কাউন্সিলর জানান, কী ঘটনা ঘটেছে পুলিস দেখবে। সেই জিমের লাইসেন্স রয়েছে কিনা সেটাও দেখা হবে। জানা গিয়েছে, ছ'মাস আগে ঋত্বিকা ওই জিমে ভর্তি হয়েছিল। সেই জিমে ট্রেনার থাকলেও, ছিল না সঠিক চিকিৎসা। যদি অসুস্থ হয়ে যাওয়ার পর ওই তরুণীকে চিকিৎসা করানো হত, তাহলে এই ঘটনা ঘটত না। এমনটাই মনে করছেন মৃত তরুণীর পরিবার। এমনকি তাঁর ক্রনিক কোনও সমস্যা ছিল না। এমনটাও পুলিসকে জানিয়েছে পরিবার। 

হাসপাতাল সূত্রে খবর, এমআর বাঙ্গুর হাসপাতালে আনার একঘণ্টা আগে অবধি জীবিত ছিল ঋত্বিকা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours