দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজি গুলোকে পাঁচ ক্রিকেটারের নাম জমা করতে বলা হয়েছিল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার একজন। তিন বিদেশি (একই দেশের সর্বাধিক ২ জন) এবং এক জন আনকাপড প্লেয়ার।



জোহানেসবার্গ : নতুন মরসুমে ফের চেন্নাই সুপার কিংস জার্সিতে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিকে (Faf du Plessis)। এমনটাই প্রবল সম্ভাবনা। হলুদ জার্সিতে হলেও আইপিএলে নয়। দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগে ছ’টি দল কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। এর মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংসও (Super Kings)। দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগের জন্যই সিএসকে ফ্র্যাঞ্চাইজি প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিকে সই করিয়েছেন। নতুন বছরের শুরুতেই হতে চলেছে উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগ (CSA League)। ছয় দলের এই টুর্নামেন্টে সরাসরি প্লেয়ার সই করানোর তারিখ ছিল ১০ অগস্ট। সিএসকে ফ্র্যাঞ্চাইজি আইপিএলে তাদের প্রাক্তন প্লেয়ার ডু প্লেসিকে সই করিয়েছে।

গত আইপিএলে ফাফ ডু প্লেসিকে রিটেন না করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। নিলামে তাঁকে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১১-২০২১ লম্বা সময় চেন্নাই সুপার কিংস জার্সিতে খেলেছেন ফাফ। এর মধ্যে ২০১৬, ২০১৭ এই দুই মরসুমে নির্বাসিত ছিল সিএসকে। দক্ষিণ আফ্রিকা লিগে জোহানেসবার্গ দল কিনেছে সিএসকে। সরকারি নামকরণ এখনও হয়নি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজি গুলোকে পাঁচ ক্রিকেটারের নাম জমা করতে বলা হয়েছিল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার একজন। তিন বিদেশি (একই দেশের সর্বাধিক ২ জন) এবং একজন আনকাপড প্লেয়ার। সূত্রের খবর, আইপিএলে তাদের হয়ে খেলা মইন আলিকেও সিএসএ লিগের দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আরব আমিরশাহি লিগের জন্যও তাঁকে সই করিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

সিএসএ টি ২০ লিগে দল কিনেছে আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও। প্রিটোরিয়া এবং পোর্ট এলিজাবেথ দল কিনেছে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে তাদের প্লেয়ার অনরিখ নর্ৎজে, এইডেন মারক্রামকে সিএসএ লিগেও রেখেছে। রাজস্থান রয়্যালস কিনেছে পার্ল। জস বাটলারকে রেখেছে তারা। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস সিএসএ লিগে কিনেছে ডারবান এবং কুইন্টন ডি কককে রেখেছে তারা। দক্ষিণ আফ্রিকা লিগে দল গোছানোর কাজ অনেকটা এগিয়ে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা এবং রশিদ খানকে নিয়েছে। আরব আমিরশাহি এবং সিএসএ লিগে দলের নামকরণও করেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। আনকাপড প্লেয়ার হিসেবে ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিসকে সই করেছে তারা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours