তৃণমূলের মন্ত্রী, বিধায়কদের বিরুদ্ধে লাগামহীন সম্পত্তির অভিযোগ উঠতেই এবার বাম, কংগ্রেসকে নিশানা করল তৃণমূল।   অভিযুক্তের তালিকায় থাকা মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুরা আজ বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে বলেন, আদালতের রায়ের যে তালিকা দেখিয়ে সংবাদমাধ্যমে বাম, কংগ্রেস গত কয়েকদিন ধরে তৃণমূলের ১৯ মন্ত্রী, বিধায়কের নামে কুৎসা করছেন সেটা একপেশে এবং অর্ধসত্য।

আদালতের ওই তালিকায় সিপিএম নেতা সূ্র্যকান্ত মিশ্র, মন্ত্রী অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়দের মতো মন্ত্রী এবং কংগ্রেসের অধীর রঞ্জন  চৌধুরী, নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্ত, আবু হেনাদের নামও রয়ছে। নাম রয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুরও৷

তৃণমূল নেতাদের পাল্টা অভিযোগ, বেছে বেছে তৃণমূলের মন্ত্রী বিধায়কদের নাম ও ছবি সামনে এনে সামাজিক ভাবে তাঁদের বদনাম করা ও গায়ে কালি ছেঁটানোর চেষ্টা করছে বিরোধীরা। সম্প্রতি, ২০১৭ সালে হাইকোর্টে করা একটি জনস্বার্থ মামলায় তৃণমূলের ১৯ জন জনপ্রতিনিধির গত পাঁচ বছরে বিপুল হারে বেড়ে বলে অভিযোগ করা হয়। তালিকায় নাম রয়েছে ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, শিউলি সাহা সহ রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিধায়কদের৷


সেই মামলার জেরে অভিযুক্তরা বাম কংগ্রেসের বেশ কিছু নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একই অভিযোগ তুলে পাল্টা মামলা করে আদালতে। প্রায় ৫ বছর পরে, সম্প্রতি, সেই মামলায় ইডিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে আদলত। আর, আদালতের এই বিশেষ নির্দেশের জেরেই কার্যত " ঠান্ডা ঘরে " চলে যাওয়া এই মামলা আবার রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে।


আদালতের এই নির্দেশকে মান্যতা দিয়েই তৃণমূলের অভিযুক্ত মন্ত্রীদের তালিকায় থাকা ফিরহাদ হাকিম বলেন, 'মানুষের কাজ করার জন্য তৃণমূল করেছি। তৃণমূল করা মানেই চুরি করা নয়। ছোটবেলা থেকে সমাজসেবার পাশাপাশি ব্যবসা করে অর্থ উপার্যন করেছি। এটা কোন অসততা নয়। আমরা নির্বাচনের সময় হলফনামা দিয়ে আমাদের সম্পত্তির কথা জানাই। নিয়ম মাফিক আয় ব্যয় সংক্রান্ত তথ্য আয়কর দফতর ৃকেও জানাই। এর পরেও, যদি কিছু দেখার থাকে, তা আদালত বা আয়কর দফতর দেখতেই পারে। কিন্তু,আমরা কোনও ব্যক্তিকে আক্রমণ করে রাজনীতি করি না। জ্যোতি বসুর ছেলে চন্দন বসু বা অমিত শাহের ছেলে জয় শাহের উপার্জন নিয়ে কোনও অভিযোগ করি না। কেউ যদি তাঁর উপার্জিত অর্থের হিসেব দিতে পারেন, তাতে কারও আপত্তি থাকার কথা নয়।'


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours