মেয়ের পাস করা আছে, সার্টিফিকেট আছে', টেট না দিয়ে সুকন্যার চাকরি পাওয়া বিতর্কে মুখ খুললেন অনুব্রত। তখনই বলেন, মেয়েকে নিয়ে চিন্তিত নন তিনি। মেয়েকে হাইকোর্টে (HighCourt) তলব করা নিয়েও মুখ খোলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘মেয়েকে হাইকোর্ট তলব করেনি, সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে।’
মমতার বার্তা নিয়েও প্রতিক্রিয়া:
ইতিমধ্যেই অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েও নাকি আগেও খুশির কথা জানিয়েছিলেন অনুব্রত। এবার এবিপি আনন্দের ক্যামেরায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন তিনি। অনুব্রত বলেন, ‘দিদি তো ঠিকই বলেছেন, পাশে দাঁড়াবেন না? অন্যায় কি বলেছেন?’
কেমন রয়েছে শরীর?
শরীর কেমন রয়েছে? এই প্রশ্নেরও উত্তর দেন তিনি। বলেন, 'শরীরটা ইদানিং খারাপ যাচ্ছে।'
এর আগে..
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। তা নিয়ে তদন্ত চলছে। এরই মধ্যে টেট পাস না করেই, শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল এবং তাঁর ৫ ঘনিষ্ঠের বিরুদ্ধে। মামলাকারীর এই অভিযোগের প্রেক্ষিতে ৬ জনকেই বৃহস্পতিবার আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের তলব পেয়েই বীরভূমের বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে বেরিয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা। বোলপুরের বাড়ি থেকে বেরিয়েছেন অনুব্রতর ভাইপো ও এই মামলায় অপর অভিযুক্ত সাত্যকি মণ্ডলও। দুপুরের মধ্যেই সুকন্যা মণ্ডল পৌঁছে গিয়েছেন চিনার পার্কের ফ্ল্যাটে। তারপরেই হাইকোর্টে যাওয়ার জন্যও বেরিয়ে পড়েন তিনি। বুধবারই স্কুলে চাকরিতে বেনিয়মের অভিযোগে সুকন্যা মণ্ডল-সহ ৬ জনকে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠরাও আজ হাইকোর্টে হাজির হবেন বলে সূত্রের খবর। চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি সুকন্যা। এমনও অভিযোগ উঠেছে। অভিযোগ, বাড়িতেই পাঠিয়ে দেওয়া হত রেজিস্টার। তার প্রেক্ষিতেই অনুব্রত-কন্যাকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই তাঁর পাশে থাকার বার্তা দিয়ে মুখ খুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' তারপরেই কার্যত চাঙ্গা দেখিয়েছিল অনুব্রতকে। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, দলনেত্রী পাশে রয়েছে এই বার্তা পেয়ে আত্মবিশ্বাস পেয়েছেন অনুব্রত। এদিন সিবিআইয়ের গাড়িতে স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় গাড়িতে বসেই সব বিষয়ে প্রতিক্রিয়া দিলেন অনুব্রত।
Post A Comment:
0 comments so far,add yours