১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। ১৫ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে।
চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হনারারি হেলথ ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা করা হবে বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে মোট ১২৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদে মাসিক ৪ হাজার ৫০০ টাকা ভাতা মিলবে। ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। ১৫ সেপ্টেম্বর অবধি এই পদে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক…
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস রা থাকলেই আবেদন করা যাবে। এর পাশাপাশি সমাজসেবা মূলক কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
বয়স: আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করার পর প্রয়োজনীয় নথি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: MUNICIPAL COMMISSIONER, KOLKATA MUNICIPAL CORPORATION, 5, S. N. BANERJEE ROAD, KOLKATA -700013
প্রয়োজনীয় নথি: বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় নথির তালিকা দেওয়া রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours