ইস্তফা দেওয়ার দু' দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জোট টিকিয়ে রাখা নিয়ে আশ্বস্ত করেছিলেন নীতীশ কুমার৷ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা সুশীল মোদি৷ নীতীশের প্রাক্তন ডেপুটির দাবি, বিজেপি-র তরফে জেডিইউ-এর সঙ্গে জোট বাঁচিয়ে রাখতে সবরকম চেষ্টা করা হয়েছিল৷
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে সুশীল মোদি দাবি করেন, 'দু'দিন আগেই অমিত শাহ নীতীশ কুমারকে ফোন করেছিলেন৷ নীতীশ তখন তাঁকে বলেন, চিন্তার কোনও কারণ নেই৷ গত দেড় বছরে প্রধানমন্ত্রী নিজেও নীতীশ কুমারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন৷ কিন্তু কখনওই জোট নিয়ে নীতীশ কুমার কোনও অভিযোগ জানাননি৷' বিজেপি-তে থাকলেও সুশীল মোদি বরাবরই নীতীশের আস্থাভাজন বলে পরিচিত ছিলেন৷
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং আবার দাবি করেছেন, ২০২০ সালের বিধানসভা নির্বাচনের সময় নীতীশকে বিজেপি-র বোঝা হিেসবে মনে হয়েছিল তাঁদের অনেকের৷ বিজেপি-র নির্বাচনে একা লড়াই করা উচিত ছিল বলেও দাবি করেছেন আর কে সিং৷ তাঁর দাবি, 'আমাদের মনে হয়েছিল দলের একা লড়াই করা উচিত৷ কিন্তু দলের নেতৃত্ব অন্যরকম ভেবেছিলেন৷'
নীতীশ কুমার জোট ভেঙে বেরনোর পরই তাঁকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করতে শুরু করেছেন বিজেপি নেতারা৷ রাজ্য জুড়ে বিক্ষোভ দেখানোরও সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ বুধবারই ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতীশ৷ উপমুখ্যমন্ত্রী হিসেেব শপথ নেন তেজস্বী যাদব৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নীতীশ প্রশ্ন করেন, 'উনি ২০১৪-তে জিতেছেন, কিন্তু ২০২৪-এ জিতবেন কি?'
Post A Comment:
0 comments so far,add yours