মঙ্গলবার ভোর-রাতের ঘটনা।পুরুলিয়া বাঁকুড়া সীমান্তে বিশপুরিয়ার কাছে দুধের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়
দুধের ট্রাক উল্টে দুধ নয়, বের হল গরু। আজব কাণ্ড দেখে রীতিমত বমকে গেলেন এলাকাবাসী। কয়েকদিন আগেই গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই গ্রেফতারির পরও জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে গরু পাচারের খবর। তেমনটাই যেন ঘটল মঙ্গলবার।
পুরুলিয়ায় এবার অভিনব কায়দায় গরু পাচারের অভিযোগ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের ভিতর থেকে বের হল গরু! যা দেখে রীতিমত চক্ষু ছানাবড়া এলাকাবাসী। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতোর। বিজেপি-র পক্ষ থেকে বিষয়টিকে গরু পাচারের নতুন কৌশল বলে দাবি করা হয়েছে। যদিও, বিষয়টি তদন্ত সাপেক্ষ বলছে তৃণমূল।
কী ঘটেছে?
মঙ্গলবার ভোর-রাতের ঘটনা।পুরুলিয়া বাঁকুড়া সীমান্তে বিশপুরিয়ার কাছে দুধের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এবার ট্রাকটিকে উল্টে যেতে দেখে স্বাভাবিকভাবেই ভিড় জমান এলাকাবাসী। তবে ট্রাকটি উল্টে পড়ার পরই খুলে যায় ডালা। তখনই চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায় ভেতরে বেঁধে রাখা অবস্থায় রয়েছে অনেকগুলি গরু। কয়েকটি গরু মারাও যায়।
এরপর তৎপর হয় এলাকাবাসী। তাঁরাই গরুগুলিকে উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশে। এলাকায় পৌঁছয় পুলিশ। যদিও, ট্রাক চালকের কোনও হদিশ মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গরুগুলিকে আদৌ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নাকি অন্য কোনও কাজে গোটার বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।
ঘটনার পরই গরু পাচারের অভিযোগ তুলে সরব হয়েছে জেলা বিজেপি। দলের জেলা সাধারণ সম্পাদক আবদুল আলিম আনসারি বলেন, ‘একটি দুধের গাড়ির মধ্যে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকা দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি উল্টে যায়। সেই সময় দেখা যায় গাড়ির ভিতরে রয়েছে অনেকগুলি গরু। আমরা দেখেছি অনেক গরু আহত হয়েছে। এলাকার মানুষ আজ দাবি করছে এইভাবে হয়ত পুলিশ ও তৃণমূল নেতাদের মদতে তৃণমূল সরকার রমরমিয়ে গরু পাচার চালাচ্ছে।’ অপরদিকে, তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথৌরিয়া বলেন, ‘বিষয়টি পুলিশ দেখছে। পুলিশ তদন্ত করুক। এক্ষেত্রে আমাদের কোনও সম্পর্ক নেই। এটা পুলিশের ব্যাপার।’
Post A Comment:
0 comments so far,add yours