প্যারা টেবিল টেনিসের মহিলাদের ৩-৫ সিঙ্গলসের ফাইনালে নাইজেরিয়ার ক্রিস্টিয়ানাকে ১২-১০, ১১-২, ১১-৯ পয়েন্টের ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন ভাবিনা
নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কমনওয়েলথের প্যারা টেবিল টেনিস ইভেন্টে সোনা জয় ভাবিনা পটেলের। টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেখানে সোনা না জিততে পারার আক্ষেপ পুষিয়ে দিলেন কমনওয়েথ গেমসের মঞ্চ থেকে। প্যারা টেবিল টেনিসের মহিলাদের ৩-৫ সিঙ্গলসের ফাইনালে নাইজেরিয়ার ক্রিস্টিয়ানাকে ১২-১০, ১১-২, ১১-৯ পয়েন্টের ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন ভাবিনা (Bhavina Patel)। প্যারা টিটিতে ব্রোঞ্জ এনেছেন সোনালবেন মনুভাই পটেলের।
কী বলছেন ভাবিনা পটেল?
সোনা জয়ের পর ভাবিনা বলছেন, ''কঠোর পরিশ্রমের ফল পেলাম। আমার লক্ষ্য আগামী ২০২৪ প্যারালিম্পিক্সে অংশ নেওয়া। তার প্রস্তুতিই সারছি এই মুহূর্তে। সোনা জয় সবসময়ই আনন্দের। কিন্তু প্যারালিম্পিক্সের মঞ্চে লড়াই আরও কঠিন হবে। তাই আরও ভাল পারফর্ম করতে চাই।''
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্যারা ইভেন্টে টেবিল টেনিসে নিজের তৃতীয় গ্রুপ ওয়ান সিঙ্গলসে ম্যাচে ফিজির আকানিসি লাতুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনা। ম্যাচে ভাবিনা জয় পেয়েছেন ১১-১, ১১-৫, ১১-২ ব্যবধানে। স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনা।
এর আগের ২ টো ম্যাচেও জয় পেয়েছিলেন ভাবিনা। অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েলা ডি তোরোর বিরুদ্ধে জয় পেয়েছিলেন। এছাড়াও ভাবিনা জয় পেয়েছিলেন নাইজেরিয়ার প্রতিযোগীর বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনা।
আজ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া
কমনওয়েলথ গেমসে ফাইনালে আজ ক্রিকেটের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। ইংল্যান্ডকে (England) সেমিফাইনালে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল হরমনপ্রীতের দল। কমনওয়েলথ গেমসে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার সেই অজিদের বিরুদ্ধেই ফাইনালে ফের মুখোমুখি ভারত। ইতিহাসের দোরগোড়ায় ভারতীয় মহিলা ক্রিকেট। সোনা জিতলে বদলে যেতে পারে অনেক ছবিই, অন্তত তেমনই মনে করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তিনি বলছেন, ''এটা আমাদের জন্য ভীষণ গর্বের মুহূর্ত। সোনা জিতলে অনেক ছবিই বদলে যেতে পারে।''
Post A Comment:
0 comments so far,add yours