সূত্রের খবর, শনিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কমান্ড হাসপাতাল থেকে আসানসোলের দিকে রওনা দেয় সিবিআই।

অভিনব বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। আসানসোল আদালতের সামনে মাগুর মাছ হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। সেই বিক্ষোভ মিছিলেই তৃণমূল ও কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়াল ওই এলাকায়।
সূত্রের খবর, শনিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কমান্ড হাসপাতাল থেকে আসানসোলের দিকে রওনা দেয় সিবিআই। এ দিন আসানসোল আদালতে তোলা হবে তাঁকে। আর মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছবেন তিনি। তবে তার আগে ঘড়িমোড় এলাকায় কংগ্রেস নেতা-কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। কংগ্রেস নেতা কর্মীরা হাতে মাগুর মাছ নিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হন।

উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে অনুব্রত মণ্ডল মাছ বিক্রি করতেন। এই বিষয়টিকেই মূলত প্রতীকী প্রতিবাদ হিসাবে দেখাতে চেয়েছেন তাঁরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মিছিল থেকে গরুচোর বলেও স্লোগান তোলা হয়। এরপর ঘড়িমোড়ে কংগ্রেসের মিছিল বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। যার জেরে আরও উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়।

বস্তুত, এর আগে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এসে ‘গরুচোর’ কটাক্ষ ধেয়ে আসে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের উদ্দেশেও। এক মহিলা সুকন্যাকে দেখে ‘গরুচোর’ বলে চিৎকার করতে থাকেন। টেট পাশ না করেই চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে সুকন্যার বিরুদ্ধে। আয় বহির্ভূত সম্পত্তি থাকারও অভিযোগ রয়েছে কেষ্টকন্যার বিরুদ্ধে। এর আগে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে ‘গরুচোর’ শুনতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে। হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়রা কেষ্টর উদ্দেশে ওই কথা বলেছিলেন।

এ দিকে, শনিবার দুপুর ১ টার কিছু আগে আসানসোল আদালতে এলেন অনুব্রত মণ্ডল। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। অনুব্রতর হয়ে তাঁর জামিনের আবেদন জমা করলেন আইনজীবীরা। স্বাস্থ্য সংক্রান্ত কারণে জামিনের আবেদন জানানো হয়েছে এ দিন। সূত্রের খবর, আইনজীবীরা দাবি করেছেন, কঠিন শর্তও মানতে রাজি অনুব্রত।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours