স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের চাকরির দাবিতে  পথে নামে গেরুয়া শিবির।

: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্যে প্রতিবাদ চলছে। তারই মধ্যে মঙ্গলবার হাওড়ায় বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের চাকরির দাবিতে পথে নামে গেরুয়া শিবির। তাদের লক্ষ্য ছিল নবান্ন। কিন্তু তার আগেই মিছিল আটকা পুলিশ। 

মঙ্গলবার সকালে বিজেপি যুব মোর্চার কর্মীরা মিছিল করে নবান্নর দিকে যাবার চেষ্টা করেন। পুলিশের পক্ষ থেকে আগে থেকেই শিবপুর কাজীপাড়ায় ব্যারিকেড করে দেওয়া হয়। এই অঞ্চলের অনতিদূরেই নবান্ন। সেখানেই পুলিশ আটকায় বিজেপির মিছিল।  

বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন। বিজেপির দাবি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতার করতে হবে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours