ফের গঙ্গোপাধ্যায় পরিবারে করোনার থাবার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্দরমহলে ঢুকে পড়ল ভাইরাস। কোভিড আক্রান্ত সৌরভের ( Sourav Ganguly ) মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly ) ।
সূত্রের খবর, তিনি বাড়িতেই থাকেন। ইদানীং বাড়ির বাইরেও বের হননি। সম্প্রতি জ্বর, সর্দি, কাশি , অস্বস্তি হলে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অধুনা উডল্যান্ড হাসপাতালেই ( Woodlands Hospital )ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। জানা গিয়েছে, সর্দি কাশি ছাড়া তাঁর আর কোনও অসুস্থতা নেই। তিনি হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর (Dr Saptarshi Basu ) অধীনে চিকিৎসাধীন।
উডল্যান্ডস হাসপাতালে গতবছর সেপ্টেম্বর মাসে ভর্তি করা হয় তাঁকে। মৃদু উপসর্গ থাকায় সেবারও তাঁকে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিত্সক সপ্তর্ষি বসুর নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয় গতবছর। ভ্যাকসিনের দুটি টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা।
Post A Comment:
0 comments so far,add yours