শিমলা: হিমাচল প্রদেশের রাজধানী শিমলার কুমারসেন এলাকায় শনিবার গভীর রাতে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হল এলাকার মানুষ৷ গভীর রাতে মেঘ ভাঙা বৃষ্টিতে একেবারে তছনছ হয়ে গেল সব কিছু৷
প্রাপ্ত খবর অনুযায়ি মুষলাধার বৃষ্টির কারণে শিবান এবং শলৌটা পঞ্চায়েত এলাকায় ঘরে ঘরে জল ঢুকে গেছে৷ এলাকার বেশিরভাগ রাস্তাঘাট ব্যাপক বৃষ্টির তোড়ে ভেসে বেরিয়ে গেছে৷ সেখানের কচিংঘটি -শিবান মার্গ বন্ধ করে দেওয়া হয়েছে৷ কৃষকদের মাঠ, আপেলের বাগান একেবারে বৃষ্টিতে ভেসে চলে গেছে৷
রাজ্যের আপৎকালীন অবস্থার দায়িত্বে থাকা আধিকারিক পাউছি, নাগজুব্বড় আর শিবানে গত রাতে শিলাবৃষ্টিও হয়েছে৷ প্রদেশের একাধিক এলাকায় গত চব্বিশ ঘণ্টায় গত রাত থেকে হওয়া বৃষ্টিতে ৮০ টি সড়কপথ, ২১৭ টি বিদ্যুৎ ট্রান্সফর্মার উপড়ে গেছে৷ ফলে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে গেছে৷
ঠিয়াগের বিধায়ক রাকেশ সিংঘা মুখ্য সচিব আরডি ধীমান, প্রমুখ পিডাব্লুডি সমেত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিএম কুমারসেন এবং স্থানীয় আধিকারিকরা বড় পদক্ষেপ নিচ্ছে৷ যাঁরা এই মেঘ ভাঙা বৃষ্টিতে প্রভাবিত হয়েছে তাঁদের ত্রাণের জন্য দাবি করা হয়েছে৷
২০ জুলাই অরেঞ্জ অ্যালার্ট
মৌসম বিভাগের মত অনুসারে তিন দিন অবধি বৃষ্টির অনুমান করা হচ্ছে৷ আইএমডি ময়দান এবং নিচু , মধ্যম ও উঁচু এলাকায় ২০ জুলাই অবধি ভারি বৃষ্টি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
এদিকে এর আগেও এই সব এলাকায় একাধিক বার মেঘ ভাঙা বৃষ্টির প্রকোপ পড়েছে৷
Post A Comment:
0 comments so far,add yours