দিনে দুপুরে কলকাতায় ধর্ষণের অভিযোগ৷ বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে মুখ চাপা দিয়ে ঝোঁপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ, মারধর এবং গয়না ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে কলকাতা স্টেশনের কাছেই৷ আজই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
পুলিশে দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, দক্ষিণদাঁড়ির বাসিন্দা পেশায় বাউল শিল্পী বছর চল্লিশের ওই মহিলা মঙ্গলবার দুপুরে বাজার করে কলকাতা স্টেশনের কাছের একটি রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন৷ ওই মহিলা একাই বাড়িতে থাকেন৷ ঘুরে ঘুরে বাউল গান গেয়েই সংসার চালান তিনি৷
মঙ্গলবার দুপুরে তিনি যখন বাজার করে ফিরছিলেন, তখনই জোরে বৃষ্টি নামে৷ বাধ্য হয়ে রাস্তার পাশে একটি ছাউনির নীচে আশ্রয় নেন তিনি৷ অভিযোগ, তখনই তাঁর উপরে আচমকা চড়াও হয় এক ব্যক্তি৷ মুখ চাপা দিয়ে ঝোঁপের আড়ালের মধ্যে দিয়ে ওই মহিলাকে টেনে হিঁচড়ে পাশের একটি খাটালের ভিতরে নিয়ে যায় সে৷ সেখানেই ওই মহিলাকে মারধর করে ওই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ৷ এমন কি, মহিলার গায়ে থাকা কয়েকটি গয়নাও ছিনিয়ে নেয় সে৷
ঘটনার পর কোনওমতে বাড়ি পৌঁছন নির্যাতিতা৷ বাড়িতে অসুস্থও হয়ে পড়েন তিনি৷ আজই উল্টোডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা৷ অভিযোগ পাওয়ার পর মহিলার থেকে অভিযুক্তের চেহারার বর্ণনা পায় পুলিশ৷ এর পর ছ' ঘণ্টার মধ্যেই দীপু দোলুই নামে পেশায় ভ্যানচালক এক ব্যক্তিকে আটক করে পুলিস৷ আটক করার পর মহিলা অভিযুক্তকে সনাক্ত করেন৷ এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ৷
কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় জানিয়েছেন, ধৃত ব্যক্তিই ওই মহিলার উপরে নির্যাতন চালিয়েছিল৷ আগামিকাল তাকে আদালতে তোলা হবে৷ মহিলার মেডিক্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ৷
Post A Comment:
0 comments so far,add yours