Sisir Adhikari Voted Presidential Election:আজ অধিকাংশ তৃণমূলের এমপিরা কলকাতায় ভোট দিয়েছেন, দিল্লিতে গিয়ে কেন ভোট দিলেন শিশির অধিকারী?

রাষ্ট্রপতি নির্বাচনে  (Presidential Election 2022) দিল্লিতে সংসদ ভবনে গিয়ে ভোট দিলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। আজ অধিকাংশ তৃণমূলের নেতা-নেত্রীরা কলকাতায় ভোট দিয়েছেন। কিন্তু কলকাতায় বিধানসভায় না গিয়ে কেন দিল্লিতে ভোট দিলেন, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে চারিদিকে। যদিও সম্প্রতি শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই আগাম বলেছিলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) ভোট দেবেন। তবে কলকাতায় নয় দিল্লিতে গিয়ে গোপনে ব্যালটে ভোট দেবেন তাঁরা। আর এখানেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব। যদিও বিতর্কের ঝড় উঠলেও নিজের জায়গায় অনঢ় থেকে দিল্লিতে সংসদ ভবনে গিয়ে ভোট দিয়ে এসে শিশির অধিকারী বলেছেন, 'তৃণমূলে ছিলাম, আছি, থাকব'।
এদিন শিশির অধিকারী বলেছেন, ' এখানে কোনও অভিসন্ধি বা চক্রান্তের কোনও বিষয় নেই। এটা গোপন ভোট। আমি একরকম বলে আরেকরকম দিলাম, তাতে কিছু লোকের কথা বলার সুযোগ হয়, এটা ঠিক।আমাদের পরিবার-আমাদেরকে নিয়ে অনেক গাল গল্প হচ্ছে। এবার আরও একটা বড় সুযোগ হল। তাতে কোনও আমাদের কষ্টও নেই, দুঃখ্য নেই। যা করি জ্ঞানত করি, যা বুঝি সেটাই করি। নেত্রীর কথা মতোই ভোট দিয়েছি। তৃণমূলে ছিলাম, আছি, থাকব। দ্রৌপদী মুর্মু যোগ্যতর প্রার্থী। বাংলার সেরা রাজ্যপাল জগদীপ ধনখড়। ' প্রসঙ্গত, বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকেই ভোট দেবেন, কিন্তু কলকাতায় নয়, দিল্লিতে গিয়ে গোপনে। এই কথা আগেই জানিয়েছিলেন শিশির অধিকারী। আর এই প্রসঙ্গেই দিল্লিতে গিয়ে গোপনে কেন, কলকাতায় না দিলে 'বুঝব মিথ্যা' খোঁচা দিয়ে টুইট করেন তৃণমূলের 

এদিকে অধিকারী পরিবারে অনেক আগেই পদ্ম ফুঁটেছে। একই পরিবারে তারই ছেলে শুভেন্দু অধিকারী বিজেপি যোগের পর একুশের নির্বাচন শেষে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। এদিকে এডিএ- প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। আর রাষ্ট্রপতি নির্বাচনে যাকে ঘিরে সবচেয়ে বেশি জয়ের সম্ভাবনা- গুঞ্জন রাজনৈতিক মহলে। খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত সেই সম্ভাবনার কথা জানিয়েছেন। এহেন পরিস্থিতিতে কলকাতায় তৃণমূল এমপিদের মত বিধানসভায় ভোট না দিয়ে, দিল্লিতে ভোট দিয়েই ধোঁয়াশা শিশিরকে ঘিরে। প্রতিশ্রুতি দিয়ে, গোপনে ব্যালটে কাকে ভোট দিয়েছেন, প্রশ্নটাই তাই থেকেই গেল অধিকারী পরিবারকে নিয়ে ঘাসফুল শিবিরে

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours