জ্বালানি তেল থেকে রান্নার গ্যাস। চাল-ডাল থেকে শাকসবজি, মাছ মাংস। মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price) মিলছে না রেহাই ! নাভিশ্বাস সাধারণের। কর কাঠামোর পরিবর্তন না হওয়াই এর কারণ, বলছেন অর্থনীতিবিদরা। আর এ নিয়েও শুরু হয়েছে তরজা।
জ্বালানি (Fuel) তেল থেকে রান্নার গ্যাস। চাল-ডাল থেকে শাকসবজি, মাছ মাংস। মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ। কেন্দ্রের রিপোর্ট বলছে, গত ৩ মাস ধরে ৭ শতাংশের ওপরেই রয়েছে মূদ্রাস্ফীতি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কেন দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনও তফাত্ হচ্ছে না ? কেন কমছে না জ্বালানি তেলের দাম ?
Post A Comment:
0 comments so far,add yours