পরীক্ষার হলে ঢোকার আগে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খোলানো হয়েছে, এই অভিযোগকে অস্বাভাবিক করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এই কেন্দ্রীয় সংস্থাই ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET, নিট) পরিচালনা করে। কেরলের ওই ছাত্রীর বাবার অভিযোগ, পরীক্ষার হলে মহিলা পরীক্ষার্থীদের মধ্যে ৯০ শতাংশকেই অন্তর্বাস খুলে ফেলতে হয়েছে পরিদর্শকের নির্দেশে। যার ফলে তাঁদের মানসিক আতঙ্কে দিন কাটছে৷ তাঁর নিজের ১৭ বছরের মেয়ে এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি বলেই দাবি করেছিলেন অভিভাবক।

প্রতিষ্ঠানের কর্মীরা এই অভিযোগকে নস্যাৎ করে জানান, এমন কিছুই ঘটেনি পরীক্ষার হলে৷ কোল্লমের পরীক্ষা কেন্দ্রের এক জন সুপারিন্টেন্ডেন্ট, এক পরিদর্শক, এক জন শহরের কো-অর্ডিনেটর এনটিএ-কে জানিয়েছে, এমন কোনও ঘটনার প্রমাণ পাওয়া যায়নি



পরীক্ষা কেন্দ্রের এক জন পরিদর্শক জানিয়েছেন, সুপারিন্টেন্ডেন্ট লক্ষ করেছিলেন, এক মহিলা পরীক্ষার্থীর কাঁধে ধাতব বোতাম রয়েছে। সেই সুপারিন্টেন্ডেন্ট এনটিএ-কে চিঠি লেখার সময়ে জানান, এই অভিযোগ সম্পূর্ণ 'মনগড়া'। তাঁর বয়ানে লেখা হয়েছে, 'আমি সমসত প্রক্রিয়া নিয়ে সতর্ক ছিলাম এবং আমি যত দূর জানি, পরীক্ষার দিন কেন্দ্রে কোন খারাপ ঘটনা ঘটেনি। আমি মনে করি অভিযোগটি কাল্পনিক এবং খারাপ উদ্দেশ্য নিয়ে।'


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours