Jagdeep Dhankhar: এ দিন ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত'।
কৃষক-পুত্র জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) তাঁর নম্রতার জন্য পরিচিত, ট্যুইট করে উপরাষ্ট্রপতির পদপ্রার্থী জগদীপ ধনকড়কে শুভেচ্ছাবার্তা মোদির। শনিবার NDA’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠক করে একথা জানান জেপি নাড্ডা। আগামী বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন, তার আগে রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়কে প্রার্থী করল বিজেপি।
মোদির শুভেচ্ছা: এ দিন ট্যুইটে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত। সংবিধান সম্পর্কে অসাধারণ জ্ঞানের অধিকারী জগদীপ ধনকড়'। এদিন ট্যুইটে মোদি আরও লেখেন, ‘আমি নিশ্চিত তিনি রাজ্যসভার একজন অসামান্য চেয়ারম্যান হবেন। জাতীয় অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে অধিবেশন কক্ষের কাজ পরিচালনা করবেন’।
রাজনাথ সিংহ-র শুভেচ্ছা: এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানিয়েছেন রাজনাথ সিংহও। তিনি লিখেছেন ‘সংবিধান ও আইন সংক্রান্ত প্রচুর জ্ঞানের অধিকারী জগদীপ ধনকড়। ‘দীর্ঘদিন ধরে মানুষের সেবা করেছেন।’ জগদীপ ধনকড়ের অভিজ্ঞতার জন্য উপকৃত হবে দেশ, ট্যুইটে এমনটাই বললেন রাজনাথের।
অমিত মালব্যর শুভেচ্ছা: জগদীপ ধনকড়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন অমিত মালব্য। ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সাংবিধানিক রীতি-নীতিতে অবিচল ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আক্রমণের মুখেও অবিচল ছিলেন ধনকড়। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা’।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নতুন চমক। উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে প্রার্থী করল বিজেপি নেতৃত্বাধীন NDA। শনিবার বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়কে প্রার্থী করল বিজেপি। উপ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ১৯ জুলাই। বিরোধীরা প্রার্থী দিলে ভোট হবে ৬ অগাস্ট। অঙ্কের হিসাবে বিজেপি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনকড়ের উপ রাষ্ট্রপতি হওয়া নিশ্চিত। তবে এখন দেখার রাষ্ট্রপতির মতোই, উপ রাষ্ট্রপতি বাছাইয়ের ক্ষেত্রেও ভোটাভুটি হয়, না কি বিরোধীরাও ধনকড়কে সমর্থন
Post A Comment:
0 comments so far,add yours