বাগদা কি স্কটল্যান্ডের পাশে? প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় অভিযুক্ত বাগদার রঞ্জন ওরফে চন্দনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে গিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের।

বাগদা (bagda) কি স্কটল্যান্ডের (Scotland) পাশে? প্রাথমিকে নিয়োগে (primary) দুর্নীতি (irregularity) মামলায় (case) অভিযুক্ত বাগদার রঞ্জন (ranjan) ওরফে চন্দনকে (chandan) আদালতে হাজির (summon) হওয়ার নির্দেশ দিতে গিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের (high court)। শুক্রবার চন্দনকে হাইকোর্টে আসার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সে প্রেক্ষিতেই মন্তব্য,'বাগদার রঞ্জন কি বাংলাদেশে? বাগদা কি স্কটল্যান্ডের পাশে যে আসতে সময় লাগবে?' 

কী হয়েছে হাইকোর্টে?

অভিযুক্তের আইনজীবী এদিন হাইকোর্টে জানিয়েছিলেন, হলফনামার মাধ্যমে বক্তব্য জানাতে চান রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন বলেন, 'হলফনামা দিতে কোনও বাধা নেই। তবে তার আগে চন্দন মণ্ডলকে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে।' হাজিরার জন্য প্রথমে আগামিকাল সময় দেয় হাইকোর্ট। কিন্তু অভিযুক্তের আইনজীবী অনুরোধ করেন, আগামিকালের পরিবর্তে অন্য কোনও দিন যেন সময় দেওয়া হয়। 'আগামিকাল আসতে বাধা কোথায়? চন্দন মণ্ডল কি বাংলাদেশে রয়েছেন? নাকি বাগদা স্কটল্যান্ডের পাশে', পাল্টা প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পরই চূড়ান্ত নির্দেশ। আগামী শুক্রবার চন্দনকে সশরীরে হাজিরা দিতে হবে। আদালতের প্রশ্ন ও তাঁর যা বক্তব্য, সবই সে দিন পেশ করতে হবে।

কোথায় অভিযোগ?


মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করতেন চন্দন, এমনই অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাকরিপ্রার্থীদের তিনি একেবারে সাদা খাতা জমা দিতে বলতেন বলেও অভিযোগ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের ফেসবুক পোস্ট মারফৎ প্রথম চন্দন মণ্ডলের কথা উঠে আসে। বাগদার ওই বাসিন্দা বিরুদ্ধে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগে দুর্নীতির অভিযোগ এনেছিলেন উপেন বিশ্বাস। সেই সময় চন্দনকে খুঁজে বের করার জন্য সিবিআইকে দায়িত্ব দেয় হাইকোর্ট। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তের খোঁজ পায়নি সিবিআই। যদিও এই প্রথম চন্দনের তরফের আইনজীবী আদালতকে জানালেন,. তাঁর মক্কেল হলফনামা দিয়ে বক্তব্য পেশ করতে ইচ্ছুক। তার পরই হাজিরার নির্দেশ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours