অনুকূল আবহাওয়ার ওপর ভর করে দিঘায় উঠছে ভাল পরিমাণ ইলিশ৷ পরপর গত কয়েক দিন ধারাবাহিকভাবেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে সামুদ্রিক ইলিশ, গত কয়েক বছরের হিসেবে একরকম রেকর্ড ইলিশই উঠছে দিঘা মোহনার মাছ বাজারে৷
মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে দোসর পূবালী হাওয়া। বলা যায়, সমুদ্রের রুপোলি শস্য ইলিশ মাছ ধরা পড়ার একেবারে অনুকূল আবহাওয়াই তৈরি হয়েছে। সেই অনুকূল আবহাওয়ায় প্রতিদিন রেকর্ড পরিমাণ ইলিশই ধরা পড়ছে দিঘার মৎস্যজীবীদের জালে। প্রতিদিন ১০ থেকে ১২ টন, সময় সময় আরও বেশি ইলিশ মাছও ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে।
Post A Comment:
0 comments so far,add yours