2022:পদকের জন্য যাঁদের দিকে মূলত নজর থাকবে, তাঁদের মধ্যে নিঃসন্দেহে নীরজ চোপড়া, পিভি সিন্ধু তালিকায় শীর্ষে থাকবেন।
মাঝে আর মাত্র একটা দিন। শুরু হচ্ছে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ২২ তম সংস্করণ। নানা দেশের অ্যাথলিটরা বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। ভারতীয় অ্যাথলিটরাও (Team India) নানা ইভেন্টে পদকের লক্ষ্যে নামবেন। ২১৫ জনের দল পাঠিয়েছে ভারত। গোল্ড কোস্টে গত কমনওয়েলথ গেমসে ভালো ফল করেছে ভারত। এবার অনেক শক্তিশালী দল পাঠিয়েছে ভারত। পদকের প্রত্যাশাও অনেক বেশি। এবার কমনওয়েলথ গেমসে যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। ভারতীয় ক্রিকেট দলও অংশ নেবে। তাদের কাছেও প্রত্যাশা থাকবে সোনার পদকের। ক্রিকেট ছাড়াও বাকি নানা ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা কবে নামবেন…। সেই তালিকা দেখে নেওয়া যাক। পদকের জন্য যাঁদের দিকে মূলত নজর থাকবে, তাঁদের মধ্যে নিঃসন্দেহে নীরজ চোপড়া (Neeraj Chopra), পিভি সিন্ধু তালিকায় শীর্ষে থাকবেন।
ভারতীয় অ্যাথলিটদের সংক্ষিপ্ত সূচি
অ্যাথলেটিক্স
৩০ জুলাই
নিতেন্দর রাওয়াত: পুরুষদের ম্যারাথন
২ অগস্ট
অবিনাশ সাবলে : পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেস
মুরলি শ্রীশঙ্কর : পুরুষদের লং জাম্প
মহম্মদ আনিস ইয়াহিয়া : পুরুষদের লং জাম্প
ধনলক্ষী সেকার : মহিলাদের ১০০ মিটার
জ্যোতি ইয়ারাজি : মহিলাদের ১০০ মিটার হার্ডল
মনপ্রীত কৌর : মহিলাদের শট পাট
নবজীৎ কৌর ধিলোন : মহিলাদের ডিসকাস থ্রো
৩ অগস্ট
ঐশ্বর্য বি : মহিলাদের ট্রিপল জাম্প
৫ অগস্ট
আব্দুল্লা আবুবাকার : পুরুষদের ট্রিপল জাম্প
প্রবীণ চতুর্বেদী : পুরুষদের ট্রিপল জাম্প
এলদোস পল : পুরুষদের ট্রিপল জাম্প
নীরজ চোপড়া : পুরুষদের জ্যাভলিন থ্রো
ডিপি মানু : পুরুষদের জ্যাভলিন থ্রো
রোহিত যাদব : পুরুষদের জ্যাভলিন থ্রো
সন্দীপ কুমার : পুরুষদের ১০ কিমি রেস ওয়াক
অমিত খত্রী : পুরুষদের ১০ কিমি রেস ওয়াক
ঐশ্বর্য বি : মহিলাদের লঙ জাম্প
অ্যান্সি সোজান : মহিলাদের লঙ জাম্প
অন্নু রানী : মহিলাদের জ্যাভলিন থ্রো
শিল্পা রানী : মহিলাদের জ্যাভলিন থ্রো
মঞ্জু বালা সিং : মহিলাদের হ্যামার থ্রো
সরিতা রোমিত সিং : মহিলাদের হ্যামার থ্রো
Post A Comment:
0 comments so far,add yours