ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অ্যাপেক্স কাউন্সিল সভায় নানা সিদ্ধান্ত। ঘরোয়া ক্রিকেটের প্রাথমিক সূচিও তৈরি হল। কোভিডের কারণে ঘরোয়া ক্রিকেটে অনেক প্রতিযোগিতাই স্থগিত ছিল। এবার দলীপ ট্রফি (Duleep) দিয়ে শুরু হবে ২০২২-২৩ ঘরোয়া ক্রিকেট মরসুম। ১৩ ডিসেম্বর শুরু হবে রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রুপ পর্বের খেলা। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। ফাইনাল হবে ২৮ ফেব্রুয়ারি।
এক নজরে দেখে নেওয়া যাক ঘরোয়া ক্রিকেটের সূচি
দলীপ ট্রফি, ৮-২৫ সেপ্টেম্বর
ইরানি ট্রফি ১-৫ অক্টোবর
সৈয়দ মুস্তাক আলি ট্রফি (টি ২০) ১১ অক্টোবর-৫ নভেম্বর
বিজয় হাজারে ট্রফি (একদিনের ক্রিকেট)- ১২ নভেম্বর-২ ডিসেম্বর
রঞ্জি ট্রফি ১৩ ডিসেম্বর- ২৮ ফেব্রুয়ারি
অনূর্ধ্ব ২৫ ছেলেদের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা ২০ নভেম্বর-১০ ডিসেম্বর
কর্ণেল সি কে নাইডু ট্রফি ১ জানুয়ারি-১৫ মার্চ
ভিনু মাঁকড় ট্রফি ৭-২৩ অক্টোবর
কোচবিহার ট্রফি ৫ নভেম্বর-৩ জানুয়ারি
বিজয় মার্চেন্ট ট্রফি ১ ডিসেম্বর-২০ জানুয়ারি
সিনিয়র উইমেন্স টি ২০ প্রতিযোগিতা ১১ অক্টোবর- ৫ নভেম্বর
Post A Comment:
0 comments so far,add yours