পরপর তিনদিন ২০ হাজারের উপরে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৮ জন।

মাঝে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া ২০ হাজারের নীচে নেমেছিল। কিন্তু শনিবার পরপর তিনদিন ২০ হাজারের উপরে রইল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪০৮ জনের দেহে করোনার ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৫৪ জনের। গত কয়েক দিনের বুলেটিন থেকে এটা স্পষ্ট যে, করোনা গ্রাফ ওঠা-নামা করলেও সংক্রমণ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। বর্তমানে দেশে সুস্থতার হার রয়েছে ৯৮.৪৮ শতাংশ। দৈনিক পজ়িটিভিটি রেট রয়েছে ৫.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ৪ লক্ষ ৪ হাজার ৩৯৯ টি নমুনা পরীক্ষাল হয়েছে।

বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি :

করোনা সংক্রমণের নিরিখে কেরল, মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কর্নাটক। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩০ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১ হাজার ৯৯৭ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। তারপরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের কবলে পড়েছেন ১ হাজার ৬২৪ জন। সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে থাকলেও করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন মৃতের মধ্যে ১১ জনই কেরল থেকে।

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি :

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্য়া কিছুটা কমলেও এখনও হাজারের উপরে রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৬ জনের। পশ্চিমবঙ্গে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.১২ শতাংশ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours