যাওয়ার সময় নিগমানন্দ আশ্রমের গেটের সামনে গুলি ছোড়ে বলে অভিযোগ
স্কুলের বাইরে রাতভর চলল বোমাবাজি। শূন্যে গুলি চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটল, তাদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে জানা বৃহস্পতিবার রাতে দিনহাটার নিগমনগরে ব্যাপক বোমাবাজি হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বোমাবাজির মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চলেছে। মূলত এলাকার নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের হোস্টেল মাঠ সংলগ্ন এলাকাতেই বোমাবাজি হয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাত তখন এগারোটা বেজে গিয়েছে। আচমকাই একটা বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন তাঁরা। পরে বুঝতে পারেন, স্কুলের মিড ডে মিলের ঘরের পাশে বোমাটি বিস্ফোরণ হয়। সেখানে বোমা বিস্ফোরণের প্রমাণও মেলে।
অভিযোগ, তারপরই রাতে এলাকায় বেশ কয়েকটি বোমা পরপর ফাটে। সেসময়ে আতঙ্কে ঘরের বাইরে কেউ বের হননি। বোমাবাজির মধ্যে গুলি চলে বলেও অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন। পরে এলাকার অনেকেই একসঙ্গে ঘর থেকে বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। পালানোর সময়ে নিগমানন্দ আশ্রমের গেটের সামনে গুলি ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে লোকজন।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজন দুষ্কৃতীদের পিছনে ধাওয়াও করেছিলেন। কিন্তু তারা বেপরোয়া গুলি চালানোয় ভয়ে পিছু হটেন তাঁরা। স্থানীয় তৃণমূলের নেতার বক্তব্য, নিগমনগরের মত শান্ত এলাকায় কে বা কারা এরকম ঘটনা ঘটিয়েছে, তা পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি।
Post A Comment:
0 comments so far,add yours