দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি প্রাপ্তি নিশ্চিত হতেই দলমত নির্বিশেষে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন রাজনৈতিক নেতারা। যার নেতৃত্ব দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের ১৫তম রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া গণনায় একেবারে প্রথম থেকেই এগিয়ে ছিলেন তিনি। তৃতীয় রাউন্ডের গণনার শেষেই নিজের জয় নিশ্চিত করেছেন এনডিএ জোটের প্রার্থী। আর দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি প্রাপ্তি নিশ্চিত হতেই দলমত নির্বিশেষে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন রাজনৈতিক নেতারা। যার নেতৃত্ব দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন, তাঁর জয় নিশ্চিত হতেই দ্রৌপদী মুর্মুর নয়াদিল্লির বাসভবনে গিয়ে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পরে একাধিক টুইটে তিনি দেশের ভাবি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘শ্রীমতী দ্রৌপদী মুর্মু একজন অসামান্য বিধায়ক এবং মন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। আমি নিশ্চিত তিনি একজন অসামান্য রাষ্ট্রপতি হবেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং ভারতের উন্নয়ন যাত্রাকে শক্তিশালী করবেন।’ দ্রৌপদী মুর্মুর জীবন সংগ্রাম প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁকে সমর্থন করেছেন যে সমস্ত বিধায়ক ও সাংসদ, তাঁদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

President of India (@rashtrapatibhvn) July 21, 2022

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও, দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জনজীবনে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা, নিঃস্বার্থ সেবার মনোভাব এবং জনগণের সমস্যাগুলির গভীর উপলব্ধি দেশকে অত্যন্ত উপকৃত করবে।’

Heartiest congratulations to Smt. Droupadi Murmu Ji on being elected as the 15th President of India! Her wide experience in public life, spirit of selfless service and deep understanding of people’s issues will greatly benefit the nation.

My best wishes for a successful tenure!

— Vice President of India (@VPSecretariat) July 21, 2022

লোকসভার স্পিকার ওম বিড়লা অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘জনগণের আশা আকাঙ্খাকে তুলে ধরার ক্ষেত্রে আপনার কাজ অতুলনীয়। আশা করি, আপনার নেতৃত্বে ভারতের মানুষ নতুন ভারত গঠনে বড় অবদান রাখবে।’

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা দ্রৌপদী মুর্মুকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘উপজাতীয় সমাজের একজন মহিলার রাষ্ট্রপতি পদে পৌঁছানো দেশের জন্য একটি সোনালী মুহূর্ত। আমি নিশ্চিত যে প্রশাসনিক ও সামাজিক কাজে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা থেকে দেশ লাভবান হবে।’

नव निर्वाचित माननीया राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी के अभिनंदन समारोह में। https://t.co/9LyfnMvAhy

— Jagat Prakash Nadda (@JPNadda) July 21, 2022

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেছেন, ‘দ্রৌপদী মুর্মুজি সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আজ দেশের এই সর্বোচ্চ পদে পৌঁছেছেন। এটি আমাদের গণতন্ত্রের অপার শক্তির পরিচয়। এত সংগ্রামের পরও, তিনি যে নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, তা সবার জন্য অনুপ্রেরণাদায়ক।’

श्रीमती द्रौपदी मुर्मू जी को देश के सर्वोच्च पद पर चुने जाने के ऐतिहासिक क्षण पर उनसे भेंट कर उन्हें बधाई दी।

राष्ट्रपति चुनाव में उनकी प्रचंड विजय पर पूरा देश विशेषकर जनजातीय समाज उत्साह व हर्षोल्लास के साथ जश्न मना रहा है। pic.twitter.com/tstOCfsd0p

— Amit Shah (@AmitShah) July 21, 2022

বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সবার প্রথমে উঠে এসেছিল এনসিপিল প্রধান শরদ পওয়ারের নাম। তিনিও দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি হিসাবে তাঁর সাফল্য কামনা করেছেন।

Heartfelt congratulations Smt Droupadi Murmu on being elected as the President of India. My best wishes to you as you prepare to take up the responsibilities and charge of your esteemed office. Wishing you success in your tenure as President.@DroupadiMurmu__ #DroupadiMurmu

— Sharad Pawar (@PawarSpeaks) July 21, 2022

দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন রাহুল গান্ধীও।

Congratulations and best wishes to Smt. Droupadi Murmu ji on being elected as the 15th President of India.

— Rahul Gandhi (@RahulGandhi) July 21, 2022

টুইটারে, দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও।

देश के 15वें राष्ट्रपति के रूप में निर्वाचित होने पर आदरणीय श्रीमती द्रौपदी मुर्मू जी को बहुत-बहुत बधाई एवं शुभकामनाएँ।

— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 21, 2022
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours