পিছিয়ে গেল জয়েন্টের মেন পরীক্ষা (JEE Main Session 2)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, আগামী ২৫ জুলাই হবে এই পরীক্ষা।
পিছিয়ে গেল জয়েন্টের মেন পরীক্ষা (JEE Main Session 2)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, আগামী ২৫ জুলাই হবে এই পরীক্ষা। বুধবারই নতুনভাবে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে 

কোথায় পাবেন অ্যাডমিট কার্ড ?
আগামীকাল jeemain.nta.nic.in - এ অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রার্থীদের সর্বশেষ আপডেটের জন্য www.nta.ac.in ও jeemain.nta.nic.in -এর অফিশিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। 
দেশের ৫০০ শহরে হবে পরীক্ষা 
সারা দেশে প্রায় ৫০০টি শহরে ও ভারতের বাইরে ১৭টি শহরে প্রায় ৬,২৯,৭৭৮ জন প্রার্থী পরীক্ষা দেবেন। 

যারা প্রথমবার জেইই মেইনে বসছেন তাদের জানা উচিত, জেইই মেইন অ্যাডমিট কার্ডে একটি 'সেলফ ডিক্লারেশন ফর্ম' থাকতে পারে। ফর্মে তাদের সাম্প্রতিক স্বাস্থ্য ও ভ্রমণের ইতিহাস সম্পর্কে জানাতে হয়। পরীক্ষা কেন্দ্রে একজন পরিদর্শকের উপস্থিতিতে তাদের সেখানে স্বাক্ষর করতে হবে। NTA জানিয়েছে, প্রার্থীদের প্রশ্নপত্রে উল্লিখিত বিষয়-নির্দিষ্ট নির্দেশাবলী ও অন্যান্য নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া গাইডলাইন অনুসরণ করতে হবে সব পরীক্ষার্থীকে। তবেই পরীক্ষা সম্পর্কিত যাবতীয় উত্তর পেয়ে যাবেন

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours