প্লাস্টিক দিয়ে রাস্তা বানাচ্ছে কলকাতা পুরসভা। বিটুমিন, বালি, স্টোনচিপসের সঙ্গে মিশবে প্লাস্টিক গ্রেনিউলস। পাইলট প্রজেক্ট হয়েছে বেহালায়। এই বর্ষায় সেই রাস্তা টিকে গেলে কলকাতায় রাস্তা তৈরিতে নতুন পথ দেখাবে প্লাস্টিক রোডস।
প্লাস্টিক দিয়ে রাস্তা বানাচ্ছে কলকাতা পুরসভা। বিটুমিন, বালি, স্টোনচিপসের সঙ্গে মিশবে প্লাস্টিক গ্রেনিউলস। পাইলট প্রজেক্ট হয়েছে বেহালায়। এই বর্ষায় সেই রাস্তা টিকে গেলে কলকাতায় রাস্তা তৈরিতে নতুন পথ দেখাবে প্লাস্টিক রোডস।
ঠনঠনিয়ায় বিধান সরণি কিংবা খিদিরপুরের কার্ল মার্কস সরণি, কলকাতায় এরকম অনেক রাস্তাই আছে, যেগুলি বৃষ্টির সময় জলের তলায় থাকে। পিচের রাস্তা নতুনভাবে তৈরি হলেও বছর না ঘুরতেই বেহাল দশা। এবার সেই অবস্থার পরিবর্তন করতে আসছে প্লাস্টিকের রাস্তা। আপাতত পাইলট প্রজেক্ট বেহালার বক্সিবাগানে নেতাজি সুভাষ রোড।
ফি বছর পুরসভা রাস্তা তৈরি করলেও বর্ষার জমা জলে তা বেহাল হয়ে যায়, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নতুন প্লাস্টিকের রাস্তা হচ্ছে তাঁদেরই এলাকায়, তাই গর্বিত বক্সিবাগানের বাসিন্দারা। সাড়ে ৩০০ মিটার পাইলট প্রজেক্ট। বিদেশে এবং দেশের দু এক জায়গায় প্লাস্টিকের এই রাস্তা পথ দেখিয়েছে। এবার কলকাতায় পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে প্লাস্টিক রোড। বিটুমিন, স্টোন চিপস আর বালির সঙ্গে মিশবে প্লাস্টিকের গ্রেনিউলস। নির্দিষ্ট তাপমাত্রায় এই উপাদানে তৈরি হয়েছে কলকাতার প্রথম প্লাস্টিক রোড।
এক নজরে এই নয়া উদ্যোগ-
কলকাতায় প্রথম প্লাস্টিক রোড বেহালায়।
নেতাজি সুভাষ রোডের সাড়ে ৩০০ মিটারে পরীক্ষামূলক প্লাস্টিক রোড।
প্লাস্টিকের বর্জ্যকে পুনর্ব্যবহার করে রাস্তার কাজে লাগানো।
বিটুমিনের পরিমাণ কমানো।
রাস্তার স্থায়িত্ব বেড়ে যাবে অনেকটা।
প্লাস্টিক উপাদান হিসেবে থাকায় জল প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।
বর্ষার জমা জলে রাস্তার ক্ষতির সম্ভাবনা কম।
বিটুমিনের মার্শাল স্টেবিলিটি অনেকটা বেড়ে যাবে।
রাস্তার তাপ সহনের ক্ষমতা অনেকটা বেড়ে যাবে।
Post A Comment:
0 comments so far,add yours