কার্গিল যুদ্ধ জয়ের প্রেক্ষিতেই রাজনাথের মুখে উঠে এসেছে পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ।

পাকিস্তান অধিকৃত কাশ্মীর (Pakistan-Occupied Kashmir) ভারতের অবিচ্ছেদ্য অংশ। আগামী দিনেও ভারতের অংশ হিসাবেই থাকবে পাক অধিকৃত কাশ্মীর (PoK)। রবিবার ২৩ তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কার্গিল যুদ্ধ জয়ের ২৩ তম বছর উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জম্মুতে। সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। কার্গিল যুদ্ধ জয়ের প্রেক্ষিতেই রাজনাথের মুখে উঠে এসেছে পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ। তিনি জানিয়েছেন, ভারতে থাকবেন বাবা অমরনাথ আর নিয়ন্ত্রণরেখার ওপারে থাকবে মা শারদা। এটা হতে পারে না।

পাক অধিকৃত কাশ্মীরের ব্যাপারে রাজনাথ বলেছেন, “পাক অধিকৃত কাশ্মীরের ব্যাপারে একটি রেজোলিউশন নেওয়া হয়েছে সংসদে। পাক অধিকৃত কাশ্মীর এবং কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারতে বাবা অমরনাথ এবং নিয়ন্ত্রণরেখার ওপারে মা শারদার থাকা কখনও মেনে নেওয়া সম্ভব নয়।” অমরনাথে রয়েছে শিবের মন্দির। এবং শারদা পীঠে রয়েছে সরস্বতী মন্দির যা শারদা বলে পরিচিত। এই মন্দির এখন পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours