ম্যাচের প্রথম দিন টম অলসপের সঙ্গে ২১৯ রানের জুটিতে সাসেক্সকে ভাল জায়গায় রেখেছিলেন। দ্বিতীয় দিনও ভরসা দিলেন পূজারাই।
মরসুমের পঞ্চম শতরান। এর মধ্যে তৃতীয় দ্বিশতরানের ইনিংস। লর্ডসে (Lord’s) অনবদ্য ব্যাটিংয়ে নজর কাড়লেন। কাউন্টি ক্রিকেটে কাঁপাচ্ছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। সাসেক্সের (Sussex) হয়ে কাউন্টিতে খেলার পর জাতীয় দলের খেলা ছিল। এজবাস্টন টেস্টে দেশের জার্সিতে ওপেন করেন পূজারা। ম্যাচ অবশ্য জিততে পারেনি ভারত। পূজারার ব্যাটিং ক্রমশ উন্নতি হচ্ছে। মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচের আগে চোটে ছিটকে যান নিয়মিত অধিনায়ক টম হেইনেস। স্টিভেন ফিনের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও তাঁকে চাপ মুক্ত রাখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। নেতৃত্বের দায়িত্ব নিতে এগিয়ে আসেন চেতেশ্বর পূজারা। তাঁর সিদ্ধান্ত হাসি ফোটায় সাসেক্স টিম ম্যানেজমেন্টের।
ম্যাচের প্রথম দিন টম অলসপের সঙ্গে ২১৯ রানের জুটিতে সাসেক্সকে ভাল জায়গায় রেখেছিলেন। দ্বিতীয় দিনও ভরসা দিলেন পূজারাই। উল্টো দিকের বিপর্যয় যদিও আটকাতে পারেননি। একদিক দারুণ ভাবে আগলে রাখাই শুধু নয়, দলের স্কোরও বাড়িয়ে নিয়ে গেলেন। দুটি ওভার বাউন্ডারি এবং ১৯ টি বাউন্ডারি। ৩৬৮ বলে দ্বিশতরানে পৌঁছলেন সাসেক্স অধিনায়ক চেতেশ্বর পূজারা। ম্যাচে ২০৭ রানের ইনিংস পেরোনোর পরই প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ হাজার পূর্ণ চেতেশ্বর পূজারার। অবশেষে পূজারার উইকেটেই সাসেক্সের ইনিংস শেষ হয়। ৫২৩ রান সাসেক্সের। পূজারার একাই ২৩১ রান। ২১ টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি মেরেছেন।
Post A Comment:
0 comments so far,add yours