মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) অপসারণের পর এবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ( Paresh Adhikari ) বরখাস্ত করার দাবিতে সরব হল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) ট্যুইটে প্রশ্ন তুলেছেন, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Bandyopadhyay ) । তিনি ট্যুইটে লিখেছেন, ' শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ক্ষমতার অপব্যবহার করে সরকারি স্কুলে মেয়েকে শিক্ষিকার চাকরি দিয়েছিলেন। হাইকোর্ট তাঁর মেয়ের চাকরি বাতিল করেছে। কিন্তু তিনি এখনও মন্ত্রী পদে রয়েছেন। '
একই প্রশ্ন তুলে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক ও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি ট্যুইটে লিখেছেন, কলকাতা হাইকোর্ট শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি নিয়োগ বাতিল করেছে। মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর-ও হয়েছে। তাহলে কেন তাঁকে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করা হবে না?
গত ২২ জুলাই, এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও যায় ইডি।ইতিমধ্যেই, নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা ছিলেন তিনি। এদিন, ED’র তল্লাশির সময় বাড়িতেই ছিলেন অঙ্কিতা। সূত্রের খবর, এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় একাধিক নথি! সূত্রের খবর, কীভাবে স্কুলের চাকরি পেয়েছিলেন? কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না? নিয়োগ সংক্রান্ত বিষয়ে অঙ্কিতাকে জিজ্ঞাসাবাদ করা হয়
Post A Comment:
0 comments so far,add yours