রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস হাতছাড়া হওয়ার পর একজন ভালো আক্রমণ ভাগের ফুটবলারকে খুঁজছিলেন ফেরান্দো
এটিকে মোহনবাগানে এ বার অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। ২০১৮ ফিফা বিশ্বকাপে (FIFA World Cup) অস্ট্রেলিয়ার সদস্য দিমিত্রি পেত্রাতসকে (Dimitri Petratos) সই করাল সবুজ-মেরুন। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস হাতছাড়া হওয়ার পর আক্রমণ ভাগের একজন ভালো মানের ফুটবলার খুঁজছিলেন ফেরান্দো। ২৯ বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে শেষ পর্যন্ত দলে নিল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিলের পর এ বার পেত্রাতসকে সই করিয়ে দল মজবুত করল সবুজ-মেরুন। ৫ বিদেশি আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। পেত্রাতসকে সই করিয়ে ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করল এটিকে মোহনবাগান।

অ্যাটাকিং মিডফিল্ডার হলেও প্রয়োজনে স্ট্রাইকারে খেলতে পারেন পেত্রাতস। স্ট্রাইকার ও অ্যাটাকিং মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারে এমন ফুটবলারই নিতে চেয়েছিলেন বাগান কোচ। দেশের হয়ে বিশ্বকাপ খেলার পাশাপাশি অস্ট্রেলিয়া লিগের ক্লাব ব্রিসবেন রোরের হয়ে ৪ বছর খেলেছেন। সেখানে ৯৪ ম্যাচে ১৫ গোল রয়েছে তাঁর ঝুলিতে। জিতেছেন অস্ট্রেলিয়া লিগও।

শেষ পাঁচ বছর নজরকাড়া ফুটবল খেলেছেন পেত্রাতস। নিউক্যাসেল জেটসের হয়ে খেলেছেন ৩ বছর। সেখানে ৭৯ ম্যাচে ২২ গোল করেছেন। সৌদি আরবের ক্লাব আল ওয়েহদাতে খেলেছেন ২ বছর। ২৮ ম্যাচে রয়েছে ৯ গোল। ওখান থেকে লোনে খেলেছেন সিডনি ওয়ান্ডারার্সে। এ বছর সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে পেত্রাতসকে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours