ফিট না হওয়ার কারণে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার। সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানা গিয়েছে।
কমনওয়েলথ গেমসে নেই নীরজ চোপড়া! জ্যাভলিন থ্রোয়ে সোনার পদকের অন্যতম দাবিদার ছিটকে গেলেন চোটের কারণে। নীরজের (Neeraj Chopra) চোট নিয়ে সন্দেহ ঘনিয়েছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন। ফাইনালে সোনার পদক হাতছাড়া হওয়ার কারণ হিসেবে কুঁচকিতে টান-এর কথা বলেছিলেন নীরজ। আশঙ্কাই সত্যি হল। ফিট না হওয়ার কারণে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার। সংবাদ সংস্থাকে এ খবর জানিয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীবন মেহতা। অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী অ্যাথলিটের বৃহস্পতিবার কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে তেরঙা বহন করার কথা ছিল। সেসব পরিকল্পনায় অথৈ জলে। কুঁচকির চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ২৪ বছরের তরুণ জ্যাভলিন থ্রোয়ার। জানা গিয়েছে, নীরজকে একমাস বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
কমনওয়েলথ গেমস শুরু হওয়ার ঠিক একদিন আগে নীরজের ছিটকে যাওয়া বড় ধাক্কা ভারতের কাছে। সদ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন। গতবছরের অলিম্পিকের পর অংশ নেওয়া সবকটি প্রতিযোগিতা থেকে পদক নিশ্চিত করেছেন নীরজ। তাই কমনওয়েলথে সোনা জয়ের প্রবল দাবিদার ছিলেন তিনি। মোট ২১৫ জনের দলের মধ্যে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে দিন কয়েক আগেই ছিটকে গিয়েছেন পাঁচ জন। এবার চোটের কারণে ভারতের কমনওয়েলথ দলে নেই নীরজ। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন পানিপথের ছেলেটি। কুঁচকির চোটের কারণে খেতাব ধরে রাখার লক্ষ্যে নামতে পারছেন না।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব রাজীব মেহতা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন চোট পেয়েছেন নীরজ। তাই কমনওয়েলথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।” বিশ্ব মিটে রুপো জেতার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে নীরজ জানিয়েছিলেন, ফাইনাল চলাকালীন কুঁচকিতে টান অনুভব করেছেন। তাই নিজের সেরাটা দিতে পারেননি। শেষ দুটি রাউন্ডে ফাউল করেন। চোট পদক জয়ে বাধা না হলেও কমনওয়েলথ থেকে ছিটকে দিল নীরজ চোপড়াকে। হাতে মাত্র একটা দিন। নীরজ না থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে কে পতাকা বইবেন তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আইওএ-কে।
Post A Comment:
0 comments so far,add yours