চোটের কারণে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখা যাবে না নীরজ চোপড়াকে  মঙ্গলবারই এ খবর ছড়িয়ে পড়েছিল। এ বার নিজের ভক্তদের কাছে দুঃখপ্রকাশ গত বার সোনা নিয়ে ফিরেছিলেন। কমনওয়েলথ গেমস থেকেই আশ্চর্য উড়ান শুরু হয়েছিল তাঁর। টোকিও গেমসে সোনা জিতে পূরণ করেছিলেন যে বৃত্ত। এ বারও সিডব্লিউজি থেকেই নিজেকে মেলে ধরার ভাবনা নিয়ে এগোতে শুরু করেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স মিটে  সোনা না জিততে পারলেও সামনে তাকাতে চেয়েছিলেন। কিন্তু চোটের কারণে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখা যাবে না নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। মঙ্গলবারই এ খবর ছড়িয়ে পড়েছিল। এ বার নিজের ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করলেন জ্যাভলিন তারকা। 

গত বার সোনা নিয়ে ফিরেছিলেন। কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) থেকেই আশ্চর্য উড়ান শুরু হয়েছিল তাঁর। টোকিও গেমসে সোনা জিতে পূরণ করেছিলেন যে বৃত্ত। এ বারও সিডব্লিউজি থেকেই নিজেকে মেলে ধরার ভাবনা নিয়ে এগোতে শুরু করেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স মিটে (World Athletics Championship 2022) সোনা না জিততে পারলেও সামনে তাকাতে চেয়েছিলেন। কিন্তু চোটের কারণে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখা যাবে না নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। মঙ্গলবারই এ খবর ছড়িয়ে পড়েছিল। এ বার নিজের ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করলেন জ্যাভলিন তারকা। এশিয়ান গেমস এবং অলিম্পিকের কথা ভেবেই যে তিনি কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন, তা পরিষ্কার করে দিয়েছেন। আপাতত কয়েক সপ্তাহের রিহ্যাবে থাকতে হবে তাঁকে। ট্র্যাকে ফিরতে কিছুটা সময় লাগবে তাঁর।

নিজের টুইটারে এক বিবৃতিতে নীরজ বলেছেন, ‘দেশের হয়ে কমনওয়েলথ গেমসে নামতে পারব না, এর থেকে খারাপ খবর কী হতে পারে। বিশ্ব মিটে আমার ইভেন্টের পরই কুঁচকিতে চোট লেগেছিল। অস্বস্তি নিয়েই নানা পরীক্ষা করেছি। আমেরিকাতে মেডিকেল টিম পরীক্ষার পর জানিয়েছে মাসল স্ট্রেন হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

একে কমনওয়েলথ গেমসে শুটিংয়ের মতো ইভেন্ট না থাকায় পদকের সংখ্যা কমতে পারে ভারতের। নীরজ না থাকায় নিশ্চিত ভাবেই যে একটা সোনা কম আসবে ভারতের, তা নিয়ে কোনও সন্দেহ নেই। নীরজ বলছেন, ‘আমার কোচিং স্টাফ, আইওএ, এএফআই, সাইয়ের সঙ্গে কথা বলার পর এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সামনের দিকে তাকিয়েই এটা করতে হয়েছে আমাকে। না হলে ঝুঁকি বেড়ে যেত। সেই কারণেই সিডব্লিউজিতে নামব না।’
সোনার লক্ষ্যেই যে তিনি বার্মিংহ্যাম গেমসে নামতেন, এ নিয়ে কোনও সন্দেহ নেই। আর তা হচ্ছে না বলেই মন খারাপ তাঁর। নীরজ বলছেন, ‘গত বারের মতো সোনা জেতার লক্ষ্য নিয়েই নামতাম এ বারের গেমসে। কিন্তু সেটা হচ্ছে না বলে আমার মন খারাপ। সেটা আরও বেড়ে যাচ্ছে উদ্বোধনে দেশের পতাকা বাহক হওয়ার সুযোগও হারালাম। আপাতত সামনে তাকাতে হবে আমাকে। যাতে দ্রুত ট্র্যাকে ফিরতে পারি।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours