কুণাল ঘোষ বলেন, "যে ছবি দেখা যাচ্ছে, তা গভীর উদ্বেগের এবং মাথা হেঁট করে দেওয়ার মতো। এই ধরনের কাণ্ড যে বা যাঁরা ঘটিয়েছেন, তাঁদের ন্যূনতম সংস্রব যদি প্রমাণিত হয় বা যদি ইডি তথ্যপ্রমাণ সহ আদালতে পেশ করে, তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে।"
আবার টাকার পাহাড়। আবার ৫০০ টাকা আর ২০০০ টাকার নোটের গাদা। এবার বেলঘরিয়া থেকে। বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিশাল অঙ্কের টাকার পাহাড় উদ্ধার হয়েছে। সেই একই কায়দায় ব্রাউন স্যালুটেপ দিয়ে মোড়ানো প্যাকেটে উদ্ধার হয়েছে টাকার গাদা। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আর এই টাকা উদ্ধারের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, “যে ছবি দেখা যাচ্ছে, তা গভীর উদ্বেগের এবং মাথা হেঁট করে দেওয়ার মতো। এই ধরনের কাণ্ড যে বা যাঁরা ঘটিয়েছেন, তাঁদের ন্যূনতম সংস্রব যদি প্রমাণিত হয় বা যদি ইডি তথ্যপ্রমাণ সহ আদালতে পেশ করে, তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে।”
Post A Comment:
0 comments so far,add yours