Day:তৃণমূলনেত্রী বলেছেন, 'প্রেসের কাছে যা ইচ্ছে তাই বলবেন না।পার্টির অনুমতি ছাড়া নিজেকে বড় করবেন না।মনে রাখবেন ব্যক্তির থেকেও দল বড়। সেটুকু কথাই আমি বলব যেটুকু কথা আমার মুখে বলা সাজে।'
আমি মনে করি তৃণমূল কংগ্রেস জনগণের পাহারাদার, যদি দেখেন কেউ তৃণমূল কংগ্রেসের নামে টাকা তুলছে বা বদমাইশি করছে তাহলে নিজেরা সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশে দিয়ে আসবেন।' একুশের সমাবেশ (TMC Shahid Diwas) থেকে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এমনই কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কাটমানি, অর্থ তছরূপ সংক্রান্ত একাধিক ইস্যুতে তৃণমূল নেতারা জড়িত বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ঘিরে যেমন বিরোধীদের ক্রমাগত আক্রমণ ছুড়েছেন তৃণমূলনেত্রী তেমনই দলের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন 'ঘর সামলানোর'। শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'কারোর কাছে দলের নামে কোনও চাঁদা তুলবেন না। আমরা মেম্বারশিপ করি, তৃণমূল কংগ্রেস কিন্তু ডিসিপ্লিনড দল।' 

পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে কথাবার্তা বলার সময় সতর্কতা অবলম্বনের বার্তা দিয়ে তৃণমূলনেত্রী বলেছেন, 'প্রেসের কাছে যা ইচ্ছে তাই বলবেন না। পার্টির অনুমতি ছাড়া নিজেকে বড় করবেন না। মনে রাখবেন ব্যক্তির থেকেও দল বড়। সেটুকু কথাই আমি বলব যেটুকু কথা আমার মুখে বলা সাজে।' যার পরই দলের নামে টাকা তুললে সোজা পুলিশের কাছে নিয়ে যাওয়ার পরামর্শই দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়ে যা বললেন মমতা-

গ্যাসের দাম কত ? ডিজেলের দাম কত ?
সরকার ভাঙছে, ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় যাচ্ছে জানি না।
কলকাতায় সবথেকে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায়। চায়ের হেড কোয়ার্টার বাংলা।
কোল ইন্ডিয়ার ট্যাক্স, সেল ট্যাক্স, যদিও স্টেটের কিছুই নেই। জিএসটি হয়ে গেছে।
সব পাবলিক সেক্টর বন্ধ, রেল সেক্টর বন্ধ। এয়ার ইন্ডিয়া বন্ধ। সিভিল অ্যাভিয়েশন বন্ধ । লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই।
নতুন বিকল্প অগ্নিপথ। আর্মির কোনও বিকল্প হয় না। হয় আর্মিতে লোক নাও, নাহলে আৰ্মিকে বঞ্চনা কোরো না।
অগ্নিপথ মানে কী? সশস্ত্র কিছু তৈরি করা? যারা পরে আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে? চলতে পারে না। 
গ্যাস বাড়ানো সরকার, আর নেই দরকার। মুড়িতে ট্যাক্স বসানো সরকার, আর নেই দরকার। 

বুঝতেই পারছেন, কী সুন্দর সরকারের আমলে বাস করছি। দরিদ্র মানুষের কিছু নেই। সব হরণ করে নিয়েছে।

দরিদ্র মানুষের যা কিছু সব চুরি করে নিয়েছে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours